২০ থেকে ২০০ কোটি! ২৪ ঘণ্টার মধ্যে ফের মুকেশকে খুনের হুমকি

আশ্চর্যের বিষয় হল, শুক্রবার যে মেল আইডি থেকে হুমকি বার্তা এসেছিল, শনিবারও সেই আইডি থেকেই ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Must read

প্রতিবেদন : ২৪ ঘণ্টাও কাটল না। ফের খুনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মুকেশ আম্বানি। শুক্রবারই ২০ কোটি টাকা চেয়ে ই-মেল মারফত হুমকি পেয়েছিলেন মুকেশ। এবার টাকার অঙ্ক এক ধাক্কায় ১০ গুণ বাড়িয়ে ২০০ কোটি চাওয়া হল! পুলিশ সূত্রে খবর, শুক্রবারের পর শনিবারও ফের ই-মেল মারফত হুমকি চিঠি পেয়েছেন মুকেশ। এবার তাঁর কাছ থেকে ২০০ কোটি টাকা দাবি করা হয়েছে।

আরও পড়ুন-কাতারে ৮ ভারতীয়র মৃত্যুদণ্ড: দিল্লির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ

আশ্চর্যের বিষয় হল, শুক্রবার যে মেল আইডি থেকে হুমকি বার্তা এসেছিল, শনিবারও সেই আইডি থেকেই ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর প্রশ্ন উঠছে, বিজেপি রাজ্য মহারাষ্ট্রের পুলিশ এই হাইপ্রোফাইল মামলার কী তদন্ত করছে যে একই ইমেল আইডি থেকে বারবার দেশের প্রথম সারির শিল্পপতিকে প্রাণনাশের হুমকি পেতে হচ্ছে? কেন এখনও প্রকৃত অপরাধীর নাগাল পাচ্ছে না মুম্বই পুলিশ? আর এই প্রথমবার নয়। আগেও দু’বার মুম্বইয়ে মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। যথারীতি এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার শিল্পপতি মুকেশ আম্বানির কাছে যে হুমকি বার্তা এসেছিল, তাতে লেখা ছিল, যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, তবে প্রাণে মেরে দেব। আমাদের কাছে ভারতের সেরা শ্যুটার রয়েছে।

আরও পড়ুন-আই লিগে আজ নামছে মহামেডান

উড়ো ইমেল আসার পরই তড়িঘড়ি আম্বানির সিকিউরিটি ইনচার্জ মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর মুম্বই পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ দায়ের করে। এরপর শনিবারই ফের ওই মেল আইডি থেকেই আরেকটি হুমকি বার্তা আসে বলে অভিযোগ। তবে শনিবারের ওই হুমকিবার্তায় লেখা ছিল, আপনি আমাদের ই-মেলের জবাব দেননি। এবার টাকার অঙ্ক ২০০ কোটি হয়ে গেল। না দিলে আপনার মৃত্যু পরোয়ানায় সই হয়ে গিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শাদাব খান নামে এক ব্যক্তির ই-মেল আইডি থেকে আম্বানির কাছে ওই হুমকি বার্তা আসে। মুকেশের নিরাপত্তারক্ষীই প্রথম উড়ো মেসেজ দেখতে পেয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে, অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে মুম্বই পুলিশ।

Latest article