আইএসএফের উসকানিতে উত্তেজনা ছড়াল ভাঙড়ে

আইএসএফের উসকানিতে উত্তেজনা ছড়াল ভাঙড়ে। মাছের ভেড়ির নিলাম নিয়ে ভাঙড়ের নাংলা গ্রামের ঘটনা।

Must read

সংবাদদাতা, ভাঙড় : আইএসএফের উসকানিতে উত্তেজনা ছড়াল ভাঙড়ে। মাছের ভেড়ির নিলাম নিয়ে ভাঙড়ের নাংলা গ্রামের ঘটনা। অভিযোগ, চাষিদের সঙ্গে ভেড়ি মালিকদের মধ্যস্থতায় বাধা দিচ্ছে আইএসএফ। এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এনিয়ে দু’পক্ষের বাদানুবাদে এদিন উত্তেজনা ছড়ায় নাংলা গ্রামে। খবর পেয়ে কাশীপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে খবর, ভাঙড় ২ ব্লকের ভোগালি ১ গ্রাম পঞ্চায়েতের নাংলা পালপুর এলাকায় প্রচুর মাছের ভেড়ি আছে।

আরও পড়ুন-বিহারের কংগ্রেস বিধায়কের বাড়িতে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

এবছর সেই ভেড়িগুলো ব্যবসায়ীদের লিজ দেন জমির মালিকরা। গত বছর বিঘা প্রতি ১০ হাজার টাকা করে লিজ পেয়েছেন চাষিরা। যে টাকার কিছুটা অংশ আবার গ্রাম উন্নয়নের জন্য ব্যয় করা হয়। শনিবার ওই এলাকার ১০৮ বিঘা জমির জন্য নিলাম ডাকা হয়। সেই নিলামে ২০ হাজার টাকারও বেশি দর ওঠে। নিলামে শামিল হন জমির মালিক এবং মাছ ব্যবসায়ীরা।

আরও পড়ুন-সমাজমাধ্যমে অশ্লীল পোস্ট, কোন ব্যাখ্যা দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট?

যদিও এলাকায় এ নিয়ে অশান্তির আশঙ্কায় পঞ্চায়েতের উদ্যোগে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে আলোচনা শুরু করলে আইএসএফ-এর উসকানিতে ভেস্তে যায় আলোচনা, উঠেছে এমনই অভিযোগ। পুলিশের আরও দাবি, নিলামের জন্য যে কমিটি আছে গ্রামের সেই কমিটিকে অস্বীকার করে আইএসএফ কর্মীরা নিজেরাই গায়ের জোরে এই নিলাম ডেকেছিল। তাই পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয় তৃণমূল নেতা প্রবীর গায়েন বলেন, ভেড়ি লিজের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এলাকায় যাতে অশান্তি না হয় সেজন্য প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিক, এটাই আমাদের দাবি।

Latest article