অন্ধ্রে ২ ট্রেনের ধাক্কায় মৃত ৬, দেওয়া হল হেল্পলাইন নম্বর

বছরভর চলছে একটার পর একটা ট্রেন দুর্ঘটনা। একটার স্মৃতি মোছার আগেই চোখের সামনে ভেসে উঠছে আরো নতুন ঘটনা।

Must read

বছরভর চলছে একটার পর একটা ট্রেন দুর্ঘটনা। একটার স্মৃতি মোছার আগেই চোখের সামনে ভেসে উঠছে আরো নতুন ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এবার অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরমে সেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আরও পড়ুন-প্রকাশ্য দিবালোকে কুলচা দোকানের মালিককে গুলি করে হত্যা

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এই মর্মে জানান যে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনটি কোচ দুর্ঘটনার মুখে পড়েছে। উদ্ধারকাজ চলছে। স্থানীয় প্রশাসন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এনডিআরএফ) খবর দেওয়া হয়েছে উদ্ধারকাজে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশেষ ট্রেন। প্রাথমিকভাবে জানা যায়, বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে বিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি প্যাসেঞ্জার ট্রেন। পরে জানা যায় যে দুটি ট্রেনের ধাক্কা লেগেছে।

আরও পড়ুন-বেগুসরাইয়ে ‘বিস্কুট ও চিপস’ চুরির সন্দেহে ৪ জন নাবালককে মারধর

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান প্যাসেঞ্জার ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় উদ্ধারকার্য চলছে। এই লাইনে সব প্যাসেঞ্জার ট্রেন সরানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন রেলমন্ত্রী। দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর।

উল্লেখ্য, গত জুনে ওড়িশার বালাসোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। বালাসোরের বাহানগা বাজার স্টেশনের কাছে একটি মালগাড়িতে ধাক্কা মেরেছিল আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। তখন ওই ডাউন দিয়ে আসছিল হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন। করমণ্ডলের বগিতে ধাক্কা খেয়ে ওই ট্রেনেরও একাধিক বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়।

আরও পড়ুন-পথ দুর্ঘটনায় রাজস্থানে একই পরিবারের ৭ জনের মৃত্যু

আপাতত আজকের এই দুর্ঘটনার ফলে দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাওড়া – চেন্নাই লাইনে ট্রেন চলাচল বিঘ্ন হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু ট্রেন সময় পরিবর্তন করেছে। ১২৮৬৭ হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস, ১২৮৬৩ হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস, ২২৬৪২ হাওড়া তিরুবনন্টিপুরম এক্সপ্রেস, ১২৮৩৯ হাওড়া MGR চেন্নাই মেইল এই কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে বলেই খবর।

Latest article