সমস্যা শুনেই সমাধান দিদির দূত শতাব্দীর

Must read

সংবাদদাতা, বীরভূম : দিদির দূত কর্মসূচিতে যত না সাধারণ মানুষ, তারচেয়ে বিজেপি এবং বিরোধী দলগুলো ছকে কষে রোজ বিক্ষোভ দেখাচ্ছে। বীরভূম সাংসদ শতাব্দী রায় (MP Shatabdi Roy) অবশ্য এই ফাঁদে পা দিচ্ছেন না। বাছবিচার না করে বা রং না দেখে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে সেগুলো লিখে নিচ্ছেন। তারপর সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধান করছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ আশা করেন, তাই বিক্ষোভ দেখান। শতাব্দী (MP Shatabdi Roy) বলেন, কোনও কোনও জায়গায় খামতি থাকতে পারে, সেটা আশঙ্কা করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় দিদির দূত কর্মসূচি নিয়েছেন। বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করলেও, মানুষ দিদির পাশেই। শতাব্দী এই সমস্ত গ্রামের জলের সমস্যা নিয়ে মন্ত্রী পুলক রায়কে জানিয়েছিলেন। তারপরে বীরভূম জেলার পিএইচই দফতরের বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লিখিতভাবে জানান যে, পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান করা হবে। এলাকাগুলোর মধ্যে রয়েছে সিউড়ি ২ নং ব্লক-এর বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতের বিড়ালতোড়, সিঙ্গুর ও দিঘিরপাড়। এই তিনটি গ্রামেই নতুন জলপ্রকল্প নেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গিয়েছে, এক মাসের মধ্যেই কাজ শুরু হবে। এছাড়াও, খয়রাশোল পঞ্চায়েত সমিতির শিডা গ্রামের এফএইচটিসির কাজ প্রায় সম্পূর্ণ। কাঁকড়তলা এবং কৈখি গ্রামে কাজ চলছে, দ্রুত সম্পন্ন হবে।

আরও পড়ুন-বাংলার মানুষকে চিনতে ঐক্যযাত্রা করবেন রাজ্যপাল

Latest article