কাল মালদহে মুখ্যমন্ত্রী, উদ্বোধন বহু প্রকল্পের

Must read

সংবাদদাতা, মালদহ : ৩১ জানুয়ারি মঙ্গলবার মালদহ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah- Mamata Banerjee)। তাঁর সফর ঘিরে নিরাপত্তা থেকে সভাস্থল তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সভাস্থল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যান মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক আবদুর রহিম বক্সি ও চন্দনা সরকার। এই দু’জন প্রতিনিধি সভাস্থলের প্রতিটি বিষয় খতিয়ে দেখেন। কথা বলেন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে। মঙ্গলবারের এই সভাস্থল থেকে গৌড় বঙ্গের তিন জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah- Mamata Banerjee)। আর সে নিয়েই প্রশাসনিক পর্যায়ে চলছে জোর তৎপরতা। মালদহ সফরে এসে তিন জেলার জন্য কী কী নতুন প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আর তার দিকেই তাকিয়ে রয়েছেন গৌড় বঙ্গের তিন জেলার মানুষ। মঙ্গলবার আকাশপথে সবাই চলে আসবেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই সভাস্থলের পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। সভা শেষে তিনি বোলপুরের উদ্দেশে রওনা দেবেন। মালদহে মুখ্যমন্ত্রী শুধুমাত্র প্রশাসনিক বৈঠক করবেন। সেই বৈঠকে জেলা প্রশাসনের কর্তাব্যক্তি ছাড়াও উপস্থিত থাকবেন গ্রাম প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ, বিধায়ক সহ প্রতিটি দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন-সমস্যা শুনেই সমাধান দিদির দূত শতাব্দীর

Latest article