প্রতিবেদন : ট্যুইটারের মালিকানা হাতে পেতেই সংস্থার বিপুল সংখ্যক কর্মীকে ছেঁটে ফেলেছিলেন এলন মাস্ক। সংস্থার কাজে একাধিক বদল এনেছিলেন তিনি। নির্বিচারে কর্মী ছাঁটাই করার জন্য গোটা বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার মুখে পড়েন মাস্ক। তবে এবার সুখবর দিলেন মাস্ক। ট্যুইটার কর্তা জানিয়েছেন, আর ছাঁটাই নয়, বরং এবার বেশ কিছু কর্মী নিয়োগ করবেন তিনি।
আরও পড়ুন-গুলির লড়াইয়ে বনরক্ষা কর্মী সহ কমপক্ষে ৬ জনের মৃত্যু, শোকস্তব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়
সূত্রের খবর, সেলস এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন করে বেশ কিছু কর্মী নিয়োগ করতে চলেছে এই মাইক্রো ব্লগিং সাইটটি। তবে মঙ্গলবার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি। সেলস এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, নতুন নিয়োগ নিয়ে ট্যুইটার প্রধান ইতিমধ্যেই সংস্থার শীর্ষ আধিকারিক ও গুরুত্বপূর্ণ কর্মীদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন।
আরও পড়ুন-বিজেপিকে বিঁধলেন ইমরান
এমনকী, উপযুক্ত প্রার্থীদের নাম সুপারিশ করার জন্যও সংস্থার বেশ কিছু কর্মীকে অনুরোধও জানিয়েছেন। জানা গিয়েছে, সফটওয়্যার বিশেষজ্ঞ প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। নতুন নিয়োগের কথা প্রকাশ্যে এলেও চাকরিপ্রার্থীদের তরফে তেমন কোনও উৎসাহ দেখানো হয়নি। কারণ তাঁদের আশঙ্কা, চাকরি দেওয়ার পর যে কোনও মুহূর্তে ছাঁটাই করতে পারেন মাস্ক। ট্যুইটারের প্রধান দফতর সান ফ্রান্সিসকো থেকে টেক্সাসে সরিয়ে ফেলার কথা এদিন জোর গলায় খারিজ করে দিয়েছেন মাস্ক।