সিডনি, ৩১ ডিসেম্বর : বক্সিং ডে টেস্টের দলকেই ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ফলে এসসিজি-তে বিদায়ী টেস্ট ম্যাচ খেলতে নামছেন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে বিদায়ী অভ্যর্থনা পাবেন তিনি, এমনই ধারণা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেলের। সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়দের প্রাক্তন কোচ জানিয়েছেন, আধুনিক যুগে বিধ্বংসী ব্যাটার হিসেবে বীরেন্দ্র শেহবাগের ঠিক পরেই থাকবেন ওয়ার্নার।
আরও পড়ুন-শহর থেকে তারের জঙ্গল সাফ করতে কড়া নির্দেশ মেয়রের
নিজের কলামে গ্রেগ লিখেছেন, ‘‘ডেভিড শুধু বল বিকৃতিকাণ্ড কেলেঙ্কারির (স্যান্ডপেপার) দাগ নিয়ে বেঁচে থাকবে না। সেই দাগ ডেভিড এবং ক্যামেরন ব্যানক্রফটের থেকে অনেকের গায়ে রয়েছে। অস্ট্রেলীয় ক্রিকেটের সাফল্যে ওয়ার্নারের ভূমিকাকে অস্বীকার করা যাবে না। আধুনিক যুগে ডেভিডের থেকে বিধ্বংসী ওপেনার হিসেবে এগিয়ে শুধু বীরেন্দ্র শেহবাগ।’’
সিডনির পর টেস্টে ওয়ার্নারের জায়গা কে নেবেন? সে ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়াকে পরামর্শও দিয়েছেন গ্রেগ। বলেছেন, ‘‘ওয়ার্নারের প্রভাবটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমার প্রবল বিশ্বাস, নির্বাচকরা যেন ডেভিডের পরিবর্ত হিসেবে এমন কাউকে বেছে নেয় যার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে। গত এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়াকে যে সুবিধাটা দিয়ে এসেছে ডেভিড সেটা যেন ধরে রাখা হয়।’’
আরও পড়ুন-দিঘা পুলিশের নয়া উপহার পর্যটকদের নিরাপত্তায় সৈকতে এবার বসছে কিয়স্ক
বিদায়ী টেস্টের আগে ওয়ার্নারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। তিনি বলেছেন, ‘‘তিন ফরম্যাটে সর্বকালের সেরা ক্রিকেটার ওয়ার্নার। তার মধ্যে একটা ফরম্যাট থেকে ওর মতো খেলোয়াড় যখন সরে যাচ্ছে, সেটা অস্ট্রেলিয়ার জন্য বড় ক্ষতি।’’