প্রতিবেদন: প্রথম দফার লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই গোলাগুলি শুরু বিজেপি শাসিত মণিপুরে। উত্তর-পূর্বের এই রাজ্যে ভোট পরবর্তী হিংসার জেরে ইভিএম ভাঙচুরের একাধিক ঘটনা সামনে এসেছে। এরপরই ১১টি বুথে পুনর্নির্বাচনের কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চলতি লোকসভা নির্বাচনে দু’-দফায় ভোট গ্রহণ মণিপুরে। গত ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচন কমিশনের কাছে মণিপুরের একাধিক বুথ ঘিরে অসংখ্য অশান্তির অভিযোগ জমা পড়েছে। ইভিএম, ভিভিপ্যাট, ব্যালট ইউনিট সহ ভোটের যন্ত্রপাতি ভাঙচুর করা হয়।
আরও পড়ুন-দিনের কবিতা
এছাড়াও মণিপুরের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়নি বলেও জানা গিয়েছে। ভোটপর্ব মিটতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কমিশনের কাছে খবর আসে নির্বাচনের সকালে মণিপুরের অন্তত ৫টি বুথে থমকে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। পূর্ব ইম্ফলের ২টি এবং পশ্চিম ইম্ফলের ৩টি বুথে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পূর্ব ইম্ফলের একটি বুথে গুলি চলার খবরও প্রকাশ্যে আসে। এরপরই সোমবার পুনরায় ১১টি বুথে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। খুরাই কেন্দ্রের মৌরাংকাম্পু সাজেব, থংগাম লেইকাই বুথ, ক্ষেত্রীগাঁওয়ের চারটি বুথ, পূর্ব ইম্ফলের একটি বুথে, উরিপোকে তিনটি এবং পশ্চিম ইম্ফলের একটি বুথে পুনর্নির্বাচন হবে।