খেলা

বিশ্বকাপের পর ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, আজ মহারণ

দুবাই, ২৭ অগাস্ট : এখনও কাঁটার মতো বিঁধছে দশ উইকেটে হার। গতবছর টি-২০ বিশ্বকাপের ঘটনা। আর সেটা দুবাইয়ের এই মাঠেই! সময়ের তালে অনেক ম্যাচ চলে গিয়েছে। কিন্তু বাইশ গজে ভারত-পাকিস্তান আর কোথাও মুখোমুখি হয়নি। সুতরাং দুবাই-জুড়ে মহারণের উত্তাপ তৈরি হয়েছে। টিকিটের হাহাকারও। এশিয়া কাপের সবথেকে দামি ম্যাচটাই যে হতে চলেছে আজ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন-হাম, রুবেলা টিকায় উদ্যোগ স্বাস্থ্য বিভাগের

রোহিতদের জন্য স্বস্তি এটাই যে এশিয়া কাপে শাহিন আফ্রিদি নেই। সেদিন যাঁর হাতে উড়ে গিয়েছিল ভারতের টপ অর্ডার। আফ্রিদি দলের সঙ্গে আছেন। কিন্তু সেটা রিহ্যাবের জন্য। এই টুর্নামেন্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। এটা ভারতের জন্য খুব ভাল খবর। কিন্তু পাক কোচ সাকলিন মুস্তাক তারপরও হুঙ্কার ছেড়ে রেখেছেন, তাঁর দলের নব্য পেস ব্রিগেডও কম যায় না। ভারতকে রউফরাও টেক্কা দেবেন।
রোহিত আগেই জানিয়েছেন, লোকে যতই এই ম্যাচ নিয়ে উত্তেজিত হোক, তাঁরা আর একটা ম্যাচের মতোই ভাবছেন। এমনকী রোহিত তাঁর দলের নতুন ছেলেদেরও এটাই বুঝিয়েছেন যে, চাপ নেওয়ার দরকার নেই। এটা আর একটা ম্যাচের মতোই। কিন্তু দশ উইকেটের হার পিছন থেকে তাড়া করছেই। সহ অধিনায়ক কে এল রাহুল যেমন বলে দিয়েছেন, রবিবার তাঁদের কাছে বদলার ম্যাচ। মানে হারের বদলা।

আরও পড়ুন-হেগেলের কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতি

টুর্নামেন্টের আসল ম্যাচটাই শুরুতে খেলে নিচ্ছেন রোহিত-বাবররা। এই ম্যাচের টিকিট দেওয়া মাত্র শেষ হয়ে গিয়েছে। একে তো ভারত-পাক ম্যাচ, তার উপর আবার এটা বিরাট কোহলির ‘কামব্যাক’ ম্যাচও। বিরাট লম্বা ছুটি কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন। আর ফিরে এসে নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন। আগেরদিন যুজবেন্দ্র চাহালকে রিভার্স ব্যাটে ছক্কা মেরেছেন। চাহাল তো বটেই, পাক স্পিনাররাও কেউ এই ছবি দেখে থাকলে চিন্তায় পড়তে বাধ্য। বিরাটকে দেখে মনে হচ্ছে, দ্য কিং ইজ ব্যাক!

আরও পড়ুন-উদ্বাস্তু কলোনি থেকে নোবেল জয়ের বিশ্বলোকে বিজ্ঞানী আডা ই ইয়োনাথ

কিং কোহলি অনেকদিন রানে নেই। তিনি নিজে জানিয়েছেন, গত দশ বছরে এই প্রথম এক মাস হাতে ব্যাট তোলেননি। বিরাট জানেন রবিবার তিনি যখন বাইশ গজে নামবেন, ক্রিকেট দুনিয়া হাঁ করে তাকিয়ে থাকবে। এশিয়া কাপে তাঁর জন্য অ্যাসিড টেস্ট। এবারই বিরাটের তিন ফরম্যাটে একশো করে ম্যাচ খেলা হয়ে যাবে। যেমন বাবরের এই ফরম্যাটে পাকিস্তানের সেরা অধিনায়ক হওয়াও এখন সময়ের অপেক্ষা।
ইউনিস খানের মতো কয়েকজন এই ম্যাচে সামান্য হলেও রোহিতদের এগিয়ে রাখছেন। রোহিত নিজে তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক হয়েছেন। টি-২০-তে ভারতের সাম্প্রতিক রেকর্ডও বেশ ভাল। কিন্তু পরিসংখ্যান বলছে, পাকিস্তান ২০২১-এ মাত্র তিনটি টি-২০ সিরিজ খেলেছে। আর যদি র‍্যাঙ্কিংয়ের প্রশ্ন ওঠে, রোহিতরা আছেন এক নম্বরে। পাকিস্তান তিনে।

আরও পড়ুন-পুজোর লেখালিখি

পাকিস্তানে যেমন আফ্রিদি নেই, তেমনই ভারতীয় দলেও জসপ্রীত বুমরা নেই। কোচ রাহুল দ্রাবিড়ও কোভিড হওয়ায় দলের সঙ্গে নেই। সেই দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ। যিনি দল নিয়ে জিম্বাবোয়ে গিয়েছিলেন। এদিকে, বুমরা না থাকলেও হার্দিক পাণ্ডিয়ার অন্তর্ভুক্তি রোহিতের দলের শক্তি বাড়িয়েছে। হার্দিক চোটের জন্য গত টি-২০ বিশ্বকাপে খেলেননি। পাকিস্তানের কাছে হারের সেটাও একটা কারণ ছিল বলে মনে করছেন রবি শাস্ত্রী-সহ অনেকেই। রবিবারের ম্যাচে রোহিতের তুরুপের তাস হতে পারেন বরোদা অলরাউন্ডার।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

1 hour ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago