নয়াদিল্লি : আবার গ্রেফতার তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল (Saket Gokhale)। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দিল্লির বঙ্গভবন থেকে সাকেতকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। তাঁকে আমেদাবাদে নিয়ে যাওয়া হয়। এবার নতুন অভিযোগ। টাকা তোলার অভিযোগ। তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর আগে দু’বার মিথ্যা অভিযোগে গ্রেফতার করেও সাকেতকে ধরে রাখা যায়নি। এবার একইভাবে চেষ্টা করা হচ্ছে। দল সর্বাত্মকভাবে সাকেতের পক্ষে থাকবে। তাঁর জামিনের জন্য সবরকমের পদক্ষেপ করবে। দলের জাতীয় মুখপাত্র হওয়ার পরে একের পর এক ট্যুইট করে মোদি সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন সাকেত। ৬ ডিসেম্বর তাঁকে গুজরাত পুলিশ ভুয়ো ট্যুইট করার অভিযোগে জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল। আমেদাবাদ সাইবার ক্রাইম শাখার সেই চক্রান্ত সফল হয়নি। সাকেত জামিন পান। জামিন পেয়ে বেরোবার মুখে ফের তাঁকে মোরবি পুলিশ গ্রেফতার করে ৯ ডিসেম্বর রাতে। পরের দিন ফের জামিন পান সাকেত। কোনও অভিযোগ কোর্টে টেকেনি। এক্ষেত্রেও টিকবে না। সাকেত অসুস্থ। কিছুদিন আগে তাঁর অস্ত্রোপচার হয়। তা সত্ত্বেও বারবার তাঁকে হেনস্তা করছে। তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বিজেপি। কিন্তু এভাবে আটকানো যাবে না। অন্যদিকে বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখেলের বেআইনি গ্রেফতারি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গুজরাত পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করল। তৃণমূল মুখপাত্র সাকেত গোখেলকে গুজরাত পুলিশ গ্রেফতার করার পর তিনি দাবি করেছিলেন, জয়পুর থেকে আমেদাবাদে ট্রানজিট রিমান্ড ছাড়াই এবং স্থানীয় পুলিশকে না জানিয়ে তাঁকে অবৈধভাবে নিজেদের হেফাজতে নিয়েছে গুজরাত পুলিশ। সাকেতের (Saket Gokhale) দাবি, দীর্ঘ পথে তাঁর সঙ্গে যেকোনও অঘটন ঘটতে পারত। এই গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ, বাতিল হচ্ছে না বঙ্গের কোনও কর্মসূচি