প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ, বাতিল হচ্ছে না বঙ্গের কোনও কর্মসূচি

Must read

শুক্রবার সকালে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। কিন্তু শুক্রবার সকালেই মাতৃবিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর। ১০০ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর মা হীরাবেন মোদির। তাই বঙ্গ সফর বাতিল করে প্রধানমন্ত্রী হাজির হয়েছেন আহমেদাবাদে। তবে সফর বাতিল হলেও বহাল থাকছে প্রধানমন্ত্রীর কর্মসূচি। প্রধানমন্ত্রী সচিবালয়ের তরফে শুক্রবার জানানো হয়েছে, ভার্চুয়াল মাধ্যমেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদি (PM Narendra Modi)।

আজ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মোট পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথাও ছিল। কিন্তু শুক্রবার ভোরে মা হীরাবেনের প্রয়াণের খবর পেয়েই দিল্লি থেকে আমদাবাদ রওনা হন তিনি। অংশ নেন মায়ের শেষকৃত্যে।

আরও পড়ুন-প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শুক্রবার হাওড়া থেকে যাত্রা শুরু করবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছাড়াও অনেক প্রকল্পের সূচনা করার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রীর দফতর দাবি করেছিল, শুক্রবার যে সব প্রকল্প রাজ্য পেতে চলেছে তার মোট মূল্য ৭ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনে ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও উপস্থিত থাকার কথা ছিল। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ও থাকার কথা। এ ছাড়াও গঙ্গা প্রবাহিত হয়েছে এমন চার রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের হাজির থাকার কথা। প্রধানমন্ত্রী জাতীয় গঙ্গা পরিষদের সভাপতিও। তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলে বৈঠকগুলিতে ভার্চুয়ালি হাজির থাকবেন প্রধানমন্ত্রী।

Latest article