প্রতিবেদন : ২০২২ সালের মে মাসে দিল্লিতে নৃশংসভাবে খুন হয়েছিলেন শ্রদ্ধা ওয়াকার নামে এক তরুণী। শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে তা ফ্রিজে ভরে রেখেছিল লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। খুনের ভয়াবহতা ও নৃশংসতায় আঁতকে উঠেছিল গোটা দেশ। এক বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার ঘটনাস্থল মুম্বই। এ ঘটনায় আরও একবার বেআব্রু হল বিজেপি শাসিত মহারাষ্ট্রের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি।
আরও পড়ুন-বিভেদ রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর, আদিবাসী-কুর্মিদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় বিজেপি
বাণিজ্যনগরীর মীরা রোডে আকাশগঙ্গা অ্যাপার্টমেন্টে মনোজ সাহানি নামে ৫৬ বছর বয়সি এক ব্যক্তি তার ৩ বছরের লিভ ইন পার্টনার সরস্বতী বৈদ্যকে গাছ কাটার ছুরি দিয়ে খুন করে। এরপর সঙ্গীর দেহ টুকরো টুকরো করে সে। তারপর তা প্রেসার কুকারে সেদ্ধ করা হয়। দেহের কিছু অংশ রেললাইন ও সংলগ্ন এলাকার ঝোপে ছড়িয়ে দেয় সে। এমনকী, কুকুরকেও খাইয়েছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত দুর্গন্ধ পেয়ে বুধবার নয়ানগর থানায় ফোন করেন মনোজের এক প্রতিবেশী। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়েছিল। তার জেরেই এই নৃশংস খুন। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত বাজবলে বলেছেন, মনোজকে গ্রেফতার করা হয়েছে। সে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে সময় তাকে গ্রেফতার করা হয়। সে একটি রেশন দোকানে কাজ করত। সরস্বতীর সঙ্গে মনোজ গত তিন বছর একসঙ্গে থাকত।
আরও পড়ুন-বেআইনি নির্মাণ হলেই এবার জামিন-অযোগ্য ধারায় গ্রেফতার
এদিনের ঘটনাটি প্রকাশ্যে আসতেই সকলেই অভিযোগ করেছে, বিজেপির আমলে মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দুষ্কৃতীরা প্রকাশ্যেই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বরং বিজেপির স্থানীয় নেতারা তাদের মদত জোগাচ্ছেন।