সংবাদদাতা, পাথরপ্রতিমা : সারা রাজ্যের নিরিখে দক্ষিণ ২৪ পরগনায় ষষ্ঠ দুয়ারে সরকার শিবিরে সবচেয়ে বেশি মানুষ এসেছেন। সোমবার ছিল দুয়ারে সরকার আবেদনের শেষ তারিখ। এদিন পর্যন্ত সাড়ে দশ লক্ষ মানুষ ৯৯৬৬টি শিবিরে এসেছেন। এবার প্রথম বুথস্তরে শিবির করা হয়েছিল। স্থায়ী শিবিরের পাশাপাশি ভ্রাম্যমাণ শিবির ছিল জেলা জুড়ে। এছাড়া জেলার অধীন সুন্দরবনের ১৩টি ব্লকের জন্য ২৬৫টি শিবির করা হয়েছিল নৌকাতে। বিকেল পর্যন্ত ২,৬৪,৮১৫টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১,৮০,৩৪৭ জন পরিষেবা পেয়ে গিয়েছেন।
আরও পড়ুন-ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে চুক্তি রাজ্যের
বাকি আবেদনগুলি খতিয়ে দেখে দ্রুত পরিষেবা পৌঁছে দেবে জেলা প্রশাসন। এই জেলাতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে। এরপর আছে লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী ও কৃষকবন্ধুর জন্য। সোমবার জেলাশাসক সুমিত গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক শঙ্খ সাঁতরা, কাকদ্বীপের মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সমীর জানা পাথরপ্রতিমার প্রান্তিক দ্বীপ জি-প্লটের উত্তর সুরেন্দ্রগঞ্জ হাইস্কুলের দুয়ারে সরকার শিবির ঘুরে দেখেন। পাশাপাশি বেশ কয়েকজন উপভোক্তার হাতে পরিষেবা তুলে দেন। জেলাশাসক বলেন, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মানুষ এই জেলাতে শিবিরে এসেছেন। সুন্দরবনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল এবার। মানুষের উপস্থিতি ভালই ছিল। পরিষেবা প্রদানেও আমরা অনেক বেশি করে কাজ করেছি। বাকি আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি হবে।