জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা গেল টাটাদের হাতে। শুক্রবার বিভিন্ন সরকারি সূত্র থেকে প্রকাশ্যে এসেছে এই তথ্য। সূত্রের খবর, এদিন এয়ার ইন্ডিয়া কেনার জন্য নিজেদের শেষ দরপত্র জমা দিয়েছে টাটা গোষ্ঠী।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার ভোটে জিতবেন! দাবি বিজেপি নেতার
সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া কেনার জন্য একাধিক বেসরকারি সংগঠন উঠে-পড়ে লাগলেও তালিকায় টাটা গোষ্ঠীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্পাইস জেটের প্রোমোটার অজয় সিং। তবে শেষ পর্যন্ত সকলকে টপকে শেষ হাসি হাসতে চলেছে রতন টাটার সংস্থা।
প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার ঋণের বোঝা ছিল ৪৩ হাজার কোটি টাকা। যার মধ্যে থেকে ২২ হাজার কোটি টাকা ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেডকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এর আগে ১৫ সেপ্টেম্বরের মধ্যে Air India-র মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শেষ করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কিন্তু, সেই সময়সীমাই বর্ধিত হয়ে অক্টোবরের প্রথমে শেষ হল।