প্রতিবেদন : কালীপুজো ও দীপাবলিতে এবার বৃহত্তর কলকাতায় বায়ুদূষণের মাত্রা ছিল অনেকটাই কম। গত ৩০ বছরের মধ্যে এবারেই দীপাবলির রাতে শহরে বায়ুদূষণ সর্বনিম্ন ছিল বলে পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে। দূষণের মাত্রা গতবারের তুলনায় কম ছিল প্রায় ৪০%। বাজি পোড়ানোর হার অন্যান্য বছরের থেকে কম থাকায় এবং বৃষ্টিজনিত পরিস্থিতির কারণেই এবার দীপাবলিতে দূষণের পরিমাণ কমেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-৩ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাত ১০টায় ফোর্ট উইলিয়ামে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ছিল ৪৯ মিলিগ্রাম। যা গতবার ছিল ১৯৪ মিলিগ্রাম। বিধাননগর অঞ্চলে গতবার বায়ুদূষণের মাত্রা ছিল ২২৯ এমজি। এবার সেই মাত্রা হয়েছে ৩৯ এমজি। বালিগঞ্জে কালীপুজোর রাতে দূষিত ধূলিকণার মাত্রা ছিল ৫৩ এমজি। যা গতবার ছিল ১৯০ এমজি। সার্বিকভাবে কালীপুজোর দিন বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫ ছিল ১৯৮ এমজি। বাতাসে ভাসমান বড় ধূলিকণা বা পিএম ১০ ছিল ১৭৯ এমজি।
আরও পড়ুন-প্রতিমা বিসর্জনে বিশেষ ব্যবস্থা হাওড়া পুরসভার
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুসারে চলতি বছর কালীপুজো ও তার আগের দিন কলকাতায় দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। সেই কারণে এই বছর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে অনেক কম অভিযোগ জমা পড়েছে। দূষণের মাত্রা কলকাতার থেকে বেশি ছিল হাওড়ার ঘুসুড়িতে। কালীপুজোর দিন গড়ে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫ ছিল ১৯৮ এমজি। বাতাসে ভাসমান বড় ধূলিকণা বা পিএম ১০ ছিল ১৭৯ এমজি।