৩ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র

স্বচ্ছতা বজায় রেখে পুর-পরিকাঠামো উন্নয়নের কাজ করায় সম্প্রতি বাংলার জন্য বিশেষ উৎসাহ ভাতা ঘোষণা করেছে মোদি সরকার।

Must read

প্রতিবেদন : বস্তিবাসীদের পুনর্বাসন হোক বা বেকার যুবকদের আয় বাড়ানো হোক। বর্জ্য ব্যবস্থাপনা থেকে নিকাশির উন্নতি। রাজ্যের বিভিন্ন পুরসভার উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রের কাছে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে রাজ্য সরকার। কিন্তু রাজনীতির জাঁতাকলে পড়ে সেই নগরোন্নয়নের খাতেই বাংলার জন্য বরাদ্দ হওয়া ৩ হাজার কোটি টাকা আটকে আছে বলে জানিয়েছে নবান্ন। অথচ ওই একই খাতে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। বাংলার ক্ষেত্রে এহেন বঞ্চনার কারণ কী সেটাই এখন প্রশ্ন তুলেছেন নবান্নের আধিকারিকরা।

আরও পড়ুন-প্রতিমা বিসর্জনে বিশেষ ব্যবস্থা হাওড়া পুরসভার

স্বচ্ছতা বজায় রেখে পুর-পরিকাঠামো উন্নয়নের কাজ করায় সম্প্রতি বাংলার জন্য বিশেষ উৎসাহ ভাতা ঘোষণা করেছে মোদি সরকার। গত সপ্তাহে বাংলা সহ দেশের চারটি রাজ্য এই ভাতা পেয়েছে। বাকি ৩টি রাজ্য হল বিহার, কর্নাটক এবং সিকিম। পাশপাশি টাকা পেয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রও। শেষের এই দুই রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্যের পুরনিগম ও পুরসভাগুলির উন্নতির জন্য যথাক্রমে ১৯৮৮ এবং ৮৪০ কোটি টাকা পেয়েও গিয়েছে। বাংলার জন্য এই একই খাতে বরাদ্দ হয়েছে প্রায় ৩০০০ কোটি টাকা। অথচ সেই টাকা এখনও নবান্ন অবধি এসে পৌঁছয়নি। স্রেফ রাজনীতির কারণে মোদি সরকার বাংলার এই প্রাপ্য পাওয়া আটকে রেখে দিয়েছে।

Latest article