কোহলির দলে এবার বাংলার ছেলে

Must read

প্রতিবেদনঃ আইপিএল গ্রহে ঢুকে পড়লেন আরও এক বঙ্গ ক্রিকেটার। চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। সোমবার ভারতীয় অলরাউন্ডারের পরিবর্ত ঘোষণা করে দিয়েছে বিরাট কোহলির দল। সুন্দরের বদলি হিসেবে আরসিবি দলে এলেন বাংলার ডানহাতি পেসার আকাশদীপ সিং। যাঁর ব্যাটের হাতটিও ভাল। বাংলার আরও এক ক্রিকেটার গত বছর থেকে আইপিএলে খেলছেন কোহলির দলে। স্পিনার-অলরাউন্ডার শাহবাজ আহমেদের পাশে এবার খেলবেন বঙ্গ পেসার।

আরও পড়ুন : ধসের পর চালু হয়েছিল তবে ফের বন্ধ টয়ট্রেন

গত মরশুমে রাজস্থান রয়্যালসের নেট বোলার ছিলেন। দেশের মাটিতে এবারের প্রথম পর্বের আইপিএলে ছিলেন কোহলিদের নেট বোলার। সুন্দরের চোটে বড় সুযোগ এল আকাশদীপের কাছে। বোলিং, ব্যাটিংয়ের পাশে ফিল্ডিংটাও ভাল করেন। কোচ অরুণ লাল বলছিলেন, ‘‘আকাশদীপ আইপিএলের মূল স্কোয়াডে সুযোগ পাওয়ায় আমি খুব খুশি। বাংলার পেস বোলিং বিভাগে ও আমাদের বড় ভরসা। গতি, সুইং আছে। অনেক উন্নতি করেছে। আশা করি, মুস্তাক আলি টি ২০-র আগে আইপিএলে ম্যাচ খেলার সুযোগ পাবে। এটা ওর জন্য শুধু নয়, বাংলার জন্যও ভাল হবে’’।

আরও পড়ুন : সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বাংলার ড্রেসিংরুমে আকাশদীপের খুব ভাল বন্ধু শ্রীবৎস গোস্বামী। বঙ্গ উইকেটকিপার ব্যাটসম্যান সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেন। বুধবার দুবাই উড়ে যাবেন দলের সঙ্গে। প্রিয় সতীর্থ আইপিএল দলে সুযোগ পাওয়ায় খুশি শ্রীবৎস। বললেন, ‘‘আকাশ দারুণ বোলার। ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে। ও খেলার সুযোগ পেলে নিজেকে ঠিক প্রমাণ করবে’’।

Latest article