টি-২০ বিশ্বকাপে অনিশ্চিত ওয়াশিংটন

Must read

বেঙ্গালুরু, ৩০ অগাস্টঃ অতিমারির কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া চলতি বছরের আইপিএল আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে। বাকি পর্বের ফ্র্যাঞ্চাইজি লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। একইসঙ্গে আসন্ন টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়লেন ভারতীয় অলরাউন্ডার। আঙুলের চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান সুন্দর। নেটে সিরাজের বলে আঘাত পেয়েছিলেন তিনি। সেই চোট এখনও সারেনি। তাই বিরাট কোহলির দলের হয়ে আইপিএল খেলতে পারবেন না তরুণ স্পিনার-অলরাউন্ডার। সোমবার আরসিবি-র তরফ থেকে তা জানিয়ে দেওয়া হয়।
এবারের ত্রোয়োদশ আইপিএল শেষ হবে ১৫ অক্টোবর। তার দু’দিন পরেই ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এই অবস্থায় ওয়াশিংটন কত দ্রুত চোট সারিয়ে ফিট হতে পারেন, একটাও ম্যাচ না খেলে কুড়ির বিশ্বকাপ দলে তিনি থাকেন কিনা, নির্বাচকরাই বা কী ভাবছেন, সেটাই দেখার।

Latest article