৮ পেরিয়ে ৯-এ আলিপুরদুয়ার

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : আট পেরিয়ে নয়ে পা দিল নতুন জেলা আলিপুরদুয়ার (Alipurduar District)। শনিবার মহাধুমধামে পালিত হল জেলার জন্মদিন। রাজ্যের ক্ষমতায় এসে, আলিপুরদুয়ারের মানুষের কয়েক দশকের দাবিকে মান্যতা দিয়ে ২০১৪ সালের ২৫ জুন আলিপুরদুয়ারকে জেলা হিসেবে ঘোষণা করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি থেকে বেরিয়ে আলাদা জেলা হিসেবে আত্মপ্রকাশ করে নতুন জেলা আলিপুরদুয়ার। সেই থেকে পথচলা শুরু। বাম আমলে বঞ্চিত থাকা আলিপুরদুয়ার উন্নয়নের স্বাদ পেতে শুরু করে তখন থেকে। আগে যেখানে সরকারি দফতরের কাজে জেলা সদরে পৌঁছতে আলিপুরদুয়ারের (Alipurduar District) প্রত্যন্ত এলাকার মানুষকে প্রায় দুশো কিলোমিটার দূরে যেতে হত, এখন সেখানে হাতের নাগালে জেলার সমস্ত সরকারি দফতর। মুখ্যমন্ত্রীর সেদিনের ঘোষণার পর থেকেই আলিপুরদুয়ারের আকাশ থেকে কেটে যেতে থাকে অনুন্নয়নের কালো মেঘ। রাজ্যের মধ্যে প্রথম আলিপুরদুয়ারেই তৈরি হয় বিরাট প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা। যেই ভবনে জেলার প্রায় সবগুলো সরকারি দফতরই আছে। তাছাড়াও নতুন জেলার পরিকাঠামোগত উন্নয়নের কাজ এখনও চলছে সমান তালে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে কেক কেটে পালন করা হল জেলার জন্মদিন। মুখ্যমন্ত্রী জেলার জন্মদিন উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: নিশ্ছিদ্র নিরাপত্তা, বুথে সিসিটিভি, কন্ট্রোলরুম, ভোট পরিচালনায় মন্ত্রী

Latest article