পাহাড়-সমতলে নির্বাচন

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : জেলা জুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসন। আজ পাহাড়ে জিটিএ নির্বাচন (GTA Election) সমতলে মহকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। পাহাড় ও সমতলে ভোটকর্মীরা ডিসিআরসি থেকে ইভিএম মেশিন-সহ যাবতীয় ভোটসামগ্রী বুঝে নিয়ে বুথে যান। পাহাড়ে ৪৫টি আসনে জিটিএ নির্বাচন (GTA Election) হতে চলেছে। আর সমতলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জিটিএ নির্বাচনে মোট ২৭৭ জন প্রার্থী রয়েছেন। পাহাড়ের মোট বুথের সংখ্যা ৯২৭টি। মোট ভোটার সংখ্যা ৭ লক্ষের বেশি। এছাড়াও সমতলে মহকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচন ৭ বছর পরে হচ্ছে। তাই নির্বাচনকে ঘিরে কড়া সতর্ক রয়েছে প্রশাসন। পঞ্চায়েত নির্বাচনে ১৪৪২ জন প্রার্থী রয়েছে। মোট বুথের সংখ্যা ৫৫৭টি। প্রায় ৫ হাজার ভোট কর্মী নির্বাচনে কাজ করছেন। এছাড়াও মোট ভোটার সংখ্যা রয়েছে ৫ লক্ষ ২৮ হাজার। পঞ্চায়েত নির্বাচনে প্রায় দেড়শো বেশি বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। সিসিটিভি ক্যামেরা লাগানোর বন্দোবস্ত করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তা দিতে ১০ হাজার পুলিশ কর্মী রয়েছেন।

আরও পড়ুন: নিশ্ছিদ্র নিরাপত্তা, বুথে সিসিটিভি, কন্ট্রোলরুম, ভোট পরিচালনায় মন্ত্রী

Latest article