আলিপুরদুয়ারে বিক্ষোভ, জলপাইগুড়িতে সমাধান, বিজেপির রাজনীতি, কম বোনাস

তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের রায়মাটাং চা-বাগান ইউনিটের নেতৃত্বে রায়মাটাং চা-বাগানের ফ্যাক্টরি প্রতিবাদ করেন শ্রমিকেরা।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : চা-বাগান শ্রমিকদের বোনাস নিয়ে এবার নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। বাগান মালিকদের প্ররোচনা দিচ্ছেন কয়েকজন পদ্মনেতা— উঠছে এমনই অভিযোগ। এবার ন্যায্য বোনাসের দাবিতে সরব হলেন শ্রমিকেরা। সোমবার রায়মাটাং চা-বাগানে গেট মিটিংয়ে শামিল হন বাগান শ্রমিকরা।

আরও পড়ুন-নজরুলের জন্মভিটে, স্কুল-কালীবাড়ি হবে হেরিটেজ

তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের রায়মাটাং চা-বাগান ইউনিটের নেতৃত্বে রায়মাটাং চা-বাগানের ফ্যাক্টরি প্রতিবাদ করেন শ্রমিকেরা। তাঁদের দাবি, গতবছর রায়মাটাং চা-বাগানে উৎপাদন কম হয়েছিল তা সত্ত্বেও ১৩.৫% বোনাস দেওয়া হয়েছিল। কিন্তু এবছর উৎপাদন বেশি হয়েছে তা-ও বোনাস কম দেওয়া হচ্ছে। ১১% বোনাস আমরা নেব না। তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের ওই বাগানের ইউনিট সম্পাদক জয়লাল তামাং জানান, আমাদের দাবিমতো ন্যায্য বোনাস প্রদান করতে হবে। শ্রমিকদের দাবি না মানা হলে আইএনটিটিইউসির রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করবে বলে জানা গিয়েছে।

Latest article