নজরুলের জন্মভিটে, স্কুল-কালীবাড়ি হবে হেরিটেজ

Must read

সংবাদদাতা, আসানসোল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের বিশ্ববিদ্যালয় এবং অণ্ডালের বিমানবন্দরের নাম আগেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে করেছেন। এবার জামুড়িয়া ব্লকের চুরুলিয়া গ্রামে কবির জন্মভিটা, ভট্টাচার্য কালীমন্দির ও রানিগঞ্জ সিয়ারসোল হাইস্কুলকে হেরিটেজের (Heritage) মর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য হেরিটেজ কমিশন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী দুর্গাপুরে গত প্রশাসনিক বৈঠকে যখন এসেছিলেন, তখনই তাঁকে কবির স্মৃতিধন্য ওই তিনটি স্থানকে হেরিটেজ (Heritage) মর্যাদা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তাতে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী হেরিটেজ কমিটিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়েই চুরুলিয়ার পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলাশাসক এস অরুণ প্রসাদ। উপাচার্য জানান, কবির জন্মভিটের আসল ছবি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তার নকশা অনুযায়ী পুরনো বাড়িটির আদলে মাটি, খড় দিয়ে একটি ঘর করা হবে। সংশ্লিষ্ট তিনটি জায়গার বিস্তারিত নথি হেরিটেজ কমিটিকে দেওয়া হবে। জায়গাগুলির খতিয়ান, দাগ নম্বর-সহ বিস্তারিত তথ্য পাওয়ার পরই ওই তিনটি স্থানকে হেরিটেজের মর্যাদা দেওয়া হবে। স্কুল ও ভট্টাচার্য কালীবাড়ি কবির জীবনে গভীরভাবে রেখাপাত করেছিল।

আরও পড়ুন-কোটি কোটি খরচ চিতায়, গ্রামে অপুষ্টি

Latest article