প্রতিবেদন: সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের জন্য ন’জন বিচারপতির নাম সুপারিশ করেছিল শীর্ষ আদালতের কলেজিয়াম। ওই নয়জনের মধ্যে তিনজন ছিলেন মহিলা বিচারপতি। কলেজিয়ামের সুপারিশ গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
নতুন বিচারপতিদের মধ্যে রয়েছেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগরত্ন। ২০২৭ সালে নাগরত্নই হবেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি।
উল্লেখ্য, শীর্ষ আদালতের পাঁচ প্রবীণ বিচারপতির কলেজিয়াম একমত হয়ে ৯ জন বিচারপতির নাম সুপারিশ করেছিল। ওই ৯ জনের মধ্যে ৮ জন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতি। একজন ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। ওই ৯ জনের মধ্যে ছিলেন তিনজন মহিলা বিচারপতি। একসঙ্গে এতজন মহিলা বিচারপতি নিয়োগের সুপারিশও এই প্রথম করল কলেজিয়াম।
উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছিলেন রঞ্জন গগৈ। তিনি অবসর নেওয়ার পর শীর্ষ আদালতের কলেজিয়াম কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য কোনও সুপারিশ পাঠায়নি। চলতি বছরের ১২ অগাস্ট বিচারপতি রোহিন্টন এফ নরিম্যান অবসর গ্রহণ করেন। নরিম্যানের অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে শীর্ষ আদালতে ন’জন বিচারপতির পদ শূন্য হয়। ওই পদগুলিতে নিয়োগের জন্যই কলেজিয়াম ৯ জনের নাম সুপারিশ করেছিল।
যে ৯ জন বিচারপতির নাম সুপারিশ করেছিল কলেজিয়াম তার মধ্যে তিনজন সুপ্রিমকোর্টে তাঁদের মেয়াদকালের মধ্যে দেশের প্রধান বিচারপতি হতে পারেন। যার মধ্যে মহিলা বিচারপতি নাগরত্ন আছেন। কেন্দ্রীয় সরকার কলেজিয়ামের সুপারিশ করা যে নামগুলিতে সম্মতি দিয়েছে তাদের মধ্যে রয়েছেন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, বিচারপতি জিতেন্দ্র কুমার মহেশ্বরী, সিটি রবি কুমার এবং এম এম সুন্দরেশ। তিন মহিলা বিচারপতির মধ্যে রয়েছেন বিভি নাগরত্ন, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি বেলা ত্রিবেদী।