আমেদাবাদ, ৫ অক্টোবর : বিশ্বচ্যাম্পিয়নের হাতেই বোধন হল বিশ্বকাপের। ২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাপ মুঠোয় নিয়েছিলেন। ১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত আরও একটি একদিনের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের যাবতীয় আলো কেড়ে নিলেন শচীন তেন্ডুলকর।
আরও পড়ুন-কেন্দ্রের আবাস যোজনার টাকা আটকে দেওয়ার জের, বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি
দিন তিনেক আগেই শচীনকে এবারের বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসাডর ঘোষণা করেছিল আইসিসি। বৃহস্পতিবার মোতেরায় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে পা রাখলেন শচীন। তারপর সেই ট্রফি রাখলেন পোডিয়ামে। তাঁর পাশে তখন দাঁড়িয়ে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ জাভাগল শ্রীনাথ। যিনি বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি। পুরনো সতীর্থকে কাছে পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন শচীন। পাল্টা মাস্টার ব্লাস্টারকে জড়িয়ে ধরেন শ্রীনাথও।
আরও পড়ুন-ভাগীরথী-অজয়ের জলে ভাঙছে নদীপাড় দামোদরে নিখোঁজ ১, কাঁচাবাড়ি ভেঙে জখম ২
এদিকে, বিশ্বকাপের টিকিট নিয়ে গত কয়েকদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু এদিন মোতেরায় দেখা দেল সম্পূর্ণ উল্টো ছবি। ১ লক্ষ ৩০ হাজারের স্টেডিয়ামে খুব বেশি হলে উপস্থিত ছিলেন মাত্র হাজার বিশেক দর্শক! এর আগে কোনও ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এত কম দর্শক ছিলেন কিনা, তা নিয়ে নেটিজেনদের মধ্যে রীতিমতো গবেষণা শুরু হয়ে গিয়েছে। এত বড় স্টেডিয়ামে এত কম দর্শক! আক্ষরিক অর্থেই ফাঁকা দেখাচ্ছিল মোতেরাকে। সন্ধের পর অবশ্য দর্শক সংখ্যা কিছুটা বাড়ে। বিশ্বকাপের জন্য নতুন করে সাজানো হয়েছে মোতেরাকে। বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পেয়েছে এই মাঠ। কিন্তু ফাইনাল বা ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে যে হাহাকার, তার ছিটেফোঁটাও এদিনের ম্যাচে দেখা যায়নি! যা নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।