দেশে যখন লোকসভা নির্বাচন চলছে ঠিক সেই সময় আবারও মুখ পুড়ল মোদি সরকারের। বেরিয়ে পড়ল দেশের বিজেপি সরকারের আসল চেহারা। তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি আগেই মনে করে পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছিল। তাতে কোন কথাই কানে ওঠেনি মোদি-শাহের। এবার মণিপুরের (Manipur Violence) হিংসাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল বিজেপির। ২০২৩ সালে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করল আমেরিকা। রিপোর্টে রয়েছে, মণিপুর হিংসা-সহ মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। জানানো হয়েছে, ২০২৩ সালে মে মাসে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার পর মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জন্যই বেঁচেছে সংসার, তাঁকেই চান আদিবাসী শিল্পীরা
মনিপুরে (Manipur Violence) কমপক্ষে ১৭৫ জনের মৃত্যু এবং ৬০ হাজার জন রাজ্য ছাড়ার কথা উল্লেখ রয়েছে আমেরিকার রিপোর্টে। বলা হয়েছে, ‘মানবাধিকার আন্দোলনকারী এবং সাংবাদিকরা সশস্ত্র যুদ্ধ, ধর্ষণ, হামলার কথা জানিয়েছেন। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। প্রার্থনা এবং বাণিজ্য জায়গায়ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকার প্রতিদিন কার্ফু জারি করেছে, হিংসার কারণে ইন্টারনেট বন্ধ করা হয়েছ, নিরাপত্তা বাহিনী বাড়ানো হয়েছে। একইসঙ্গে রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেখানে উপস্থিত মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টও সংঘর্ষ বন্ধে বিজেপি সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেছে, তাও রয়েছে রিপোর্টে।
কানাডাবাসীর শিখ খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনা নিয়ে ভারতের দিকে আঙুল তোলা হয়েছে ওই রিপোর্টে। এতকিছুর পরেও ভারত এখনও পর্যন্ত এর কোন উত্তর দেয়নি। এর আগে আমেরিকার এই ধরনের রিপোর্টগুলিকে ভ্রান্ত বলে উল্লেখ করেছিল বিদেশ মন্ত্রক।