চাঞ্চল্যকর দাবি করলেন ইরানের সামরিক সংস্থা রেভোলিউশনারি গার্ডস এরোস্পেস ফোর্সের প্রধান আমিরআলি হাজিজাদেহ (Amirali Hajizadeh- Donald Trump)। তিনি সাফ জানালেন, তাঁরা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Amirali Hajizadeh- Donald Trump) হত্যা করতে চান। ইরানের শীর্ষ সামরিক কর্তার মৃত্যুর বদলা নিতে ট্রাম্পকে হত্যার ছক কষা হচ্ছে। ইরান সম্প্রতি ১৬৫০ কিলোমিটার দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ইতিমধ্যে ইরান ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে ড্রোন-সহ বিভিন্ন অস্ত্র দিয়ে সাহায্য করেছে। ঘটনায় পশ্চিমি দেশগুলি ইরানের উপর যথেষ্ট ক্ষুব্ধ। আমিরআলি বলেছেন, ২০২০ সালে আমেরিকার ড্রোন হামলায় প্রাণ হারিয়েছিলেন সে দেশের সামরিক কমান্ডার কাসেম সোলেমানি। কাসেমকে হত্যার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। সে কারণেই তাঁরা ট্রাম্পকে হত্যা করতে চান বলে আমিরআলি জানিয়েছেন।