প্রতিবেদন : নির্বাচনী প্রচারে মোদিজির গ্যারান্টি নিয়ে গলা ফাটাচ্ছে বিজেপি। এবার তথ্য-পরিসংখ্যান দিয়ে মোদি গ্যারান্টিকে তুলোধোনা করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। মোদির ১০টি গ্যারান্টি ফোর টোয়েন্টি, সামনে এনে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। তৃণমূলের দেওয়া তথ্য নয়, খোদ মোদি সরকারের দেওয়া তথ্যেই তিনি ধুইয়ে দেন বিজেপিকে। দেশে মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু বেকারত্ব, কৃষকদের আত্মহত্যা-সহ একাধিক বিষয়ে মোদির গ্যারান্টি যে আসলে ফোর টোয়েন্টি তা প্রমাণ করে দেন বর্ষীয়ান রাজনীতিবিদ। মোদির ১০ গ্যারান্টি ফোর টোয়েন্টি—
আরও পড়ুন-মিজোরাম- মায়ানমার সীমান্তে বেড়া দিলে অস্ত্র হাতে তোলার হুমকি
নারী সুরক্ষা : প্রধানমন্ত্রী একদিকে নারী শক্তির কথা বলছেন, অন্যদিকে তাঁর দলের প্রার্থী প্রকাশ্য মঞ্চ থেকে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুৎসিত কথা বলছেন। কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, দেশে মোদি জমানায় প্রতি ঘণ্টায় গড়ে ৫১ জন মহিলা নির্যাতনের শিকার হচ্ছেন। এরাই আবার নারী শক্তির কথা বলছে।
ক্রমবর্ধমান বেকারত্ব : মোদি জমানায় দেশে বেকারত্ব লাগামছাড়া। কেন্দ্রের তথ্য বলছে, দেশের বেকারদের মধ্যে ৮৩ শতাংশই যুবক ও যুবতী। এই যুবক-যুবতীরা মোদি সরকারের ভ্রান্তনীতির শিকার। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তার প্রমাণ এর মধ্যে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের হার প্রায় ৬৩ শতাংশ। মোদিজি বলেন স্কিল ইন্ডিয়া। কিন্তু বাস্তব বলছে, দেশের মাত্র ৪ শতাংশ পড়ুয়াই ভোকেশনাল ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছে। ৯৫ শতাংশই এই প্রকল্পের বাইরে।
আর্থিক সঞ্চয় : পারবারিক আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে মোদি জমানার ছবিটা খুবই করুণ। পরিসংখ্যান বলছে, গত ৫০ বছরে এই সঞ্চয়ের হার একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যা এক সর্বকালীন রেকর্ড!
উদ্যোগপতিদের দেশত্যাগ : দলে দলে শিল্পপতি ও উদ্যোগপতিরা এই দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছেন। এর জবাব দিন প্রধানমন্ত্রী। কেন এ-দেশের নাগরিকত্ব প্রত্যাখ্যান করছেন তাঁরা? সরকারের তথ্য বলছে, এই সরকারের আমলে গত ১০ বছরে প্রায় ৫ কোটি টাকা বিনিয়োগ করতে সক্ষম এই রকমের প্রায় ৩৫,০০০ উদ্যোগপতি ও শিল্পপতি দেশে ছেড়েছেন। তাঁরা অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন কেন তা প্রধানমন্ত্রীকেই বলতে হবে।
আরও পড়ুন-সিঙ্গাপুরে একসপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ
কৃষক আত্মহত্যা : মোদি সরকারের আমলে কৃষকদের অবস্থা সবচেয়ে খারাপ। আয় বাড়া তো দূর— উল্টে তাঁদের আয় কমছে। বাড়ছে আত্মহত্যা। নূন্যতম সহায়ক মূল্য বা এমএসপির গ্যারান্টি কোথায়? তথ্য বলছে, দেশে প্রতিদিন ৩০ জন কৃষক আত্মহত্যা করছেন।
বাড়ছে ঋণ : প্রতিদিনই এই সরকার নতুন করে বিদেশ থেকেও ঋণ নিচ্ছে। ফলে দেশের ঘাড়ে বেড়েই চলেছে ঋণের বোঝা। গত দশ বছরে ঋণের পরিমাণ বেড়েছে একশো শতাংশ।
ঘৃণা ভাষণ : মোদি জমানায় সংসদেও হেট স্পিচ বা ঘৃণা ভাষণ ও সাম্প্রদায়িক উসকানিমূলক ভাষণও ব্যাপকভাবে বেড়েছে।
রাজ্যের বরাদ্দ বন্ধ : একুশে হারের পর একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা খাতে রাজ্যের বরাদ্দ টাকা দেয়নি কেন্দ্র। যা সাংবিধানিক অধিকার। কিন্তু মোদি সরকার তা মানে না। জোর করে গরিব মানুষের টাকা আটকে রেখেছে তারা। গত তিনটি আর্থিক বছরে এই দুই খাতে রাজ্যকে কোনও টাকাই দেয়নি কেন্দ্র। এটাই মোদির ফোর টোয়েন্টির গ্যারান্টি।
নীরব প্রধানমন্ত্রী : এতদিন প্রধানমন্ত্রী পদে থাকলেও একদিনও সংসদে দাঁড়িয়ে কােনও প্রশ্নের উত্তর দেননি নরেন্দ্র মোদি। এটাই কি গণতন্ত্র? এটাই কী তাঁর গ্যারান্টি? প্রশ্নের জবাব দিন প্রধানমন্ত্রী।
যাননি মণিপুরে : গত একবছরে এত ঘটনা ঘটে গেল মণিপুরে। কিন্তু একবারও যাওয়ার সময় পেলেন না প্রধানমন্ত্রী। উত্তর থেকে দক্ষিণ গোটা দেশ ঘুরে বেড়ালেন, কিন্তু মণিপুরে গেলেন না। কেন? জবাব দিন। এটাই কী তাঁর গ্যারান্টি?
আরও পড়ুন-আজ থেকে আশঙ্কা ঝড়-বৃষ্টির
লক্ষ্মীর ভাণ্ডার : লক্ষ্মীর ভাণ্ডারকে হেয় করছে বিজেপি। তাঁর দলের কেউ বলছেন ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। কেউ বলছেন ১০০ টাকা বাড়িয়ে দেব। কোনটা ঠিক? লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের ক্ষমতায়নের পথে একধাপ এগিয়ে দিয়েছে। এ রাজ্যে ২ কোটি ১৫ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন।
ব্যাঙ্ক ঋণ মকুব : মুখে বলছেন ছোট ব্যবসায়ীদের পাশে আছে সরকার। কিন্তু বৃহৎ সংস্থা ও শিল্পপতিদের ১৬ লক্ষ কোটি টাকা মকুব করে দিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। এটাই কি তাঁর ছোট ব্যবসায়ীদের পাশে থাকার গ্যারান্টি? তথ্য বলছে এই তালিকায় কৃষকরা নেই। তাহলে কারা পেল এই সুবিধা?