উত্তরে ঢালাও লগ্নি

Must read

প্রতিবেদন : উত্তরবঙ্গে শিল্প স্থাপনে মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকার কারণেই ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এল বৃহস্পতিবার শিলিগুড়ির (Siliguri) শিল্প সম্মেলনে। কিছুদিন আগে কলকাতাতে দক্ষিণবঙ্গের শিল্প সম্মেলন শেষ হওয়ার পরেই বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮ জেলা নিয়ে শিল্প সম্মেলন হয়। উত্তরবঙ্গে বাণিজ্যনগরী শিলিগুড়িতে শিল্প সম্মেলনে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝে বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) বিশ্ববাংলা শিল্প সম্মেলন ঘিরে উদ্যোগপতিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ৫০০-র বেশি শিল্প উদ্যোগপতিদের উৎসাহে উত্তরবঙ্গে বিরাট অঙ্কের শিল্পে বিনিয়োগ আসতে চলছে উত্তরে। আগামী আর্থিক বর্ষের মধ্যেই উত্তরবঙ্গে এই বিরাট অঙ্কের বিনিয়োগে দক্ষিণ দিনাজপুরে ১০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে জুট মিল। এই তালিকায় রয়েছে কালিম্পংয়ের অর্কিড পার্ক, মিউজিয়াম, কয়েকশো কোটি টাকার দুটি ইথানল ইন্ডাস্ট্রি, জলপাইগুড়িতে ১০০ কোটির ক্যানসার হাসপাতাল, ১৯০ কোটি টাকা দিয়ে কলকাতার ধাঁচে আধুনিক ২৫০ শয্যার হাসপাতাল থেকে সোলার পাওয়ার পার্কের মতো বহুমুখী প্রকল্প। পাহাড় থেকে সমতলে শিক্ষাক্ষেত্রেও কয়েকশো কোটির বিনিয়োগ হতে চলেছে। আগামী দু’বছরের মধ্যেই অধিকাংশ কয়েকশো কোটির এই বড় শিল্প প্রকল্পগুলি চালুর লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে উদ্যোগপতিদের বলে জানান এদিন শিল্প সম্মেলনে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন শিল্প সম্মেলনে মুখ্যসচিব ছাড়াও ছিলেন অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত জরুরি দফতরের সচিবরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উন্নয়ন দফতর ও টেক্সটাইল দফতরের তরফে উত্তরবঙ্গের ৮ জেলাকে নিয়ে এদিনের শিলিগুড়িতে শিল্প সম্মেলন আয়োজিত হয়।

আরও পড়ুন-অশালীন ভাষা, দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে উত্তাল

ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, টেক্সটাইলস-ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট, তথ্য-প্রযুক্তি এবং উচ্চশিক্ষায় নজর আরোপ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের পাওয়ায় হাউস হিসেবে রাজ্যকে তুলে ধরতে চাইছেন। এদিন রাজ্য মুখ্যসচিব শিল্প সম্মেলনের সূচনা লগ্নে জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা উত্তরবঙ্গের উন্নয়নের নজর আরোপ করেন। রাজ্যের সঙ্গে তাই উত্তরে প্রতিটি ক্ষেত্রকে শিল্পমুখী করতে চান তিনি। বর্তমান রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই উত্তরবঙ্গের উপর গুরুত্ব আরোপ করে এখানকার সার্বিক উন্নয়ন ও বিকাশে আগ্রহী। সেজন্যই উত্তরবঙ্গ উন্নয়ন দফতর স্থাপন করে উত্তরের সার্বিক উন্নয়নের ওপর নজর আরোপ করা হয়। উত্তর ও দক্ষিণ বঙ্গের শিল্পের ব্যাপক প্রসারে রাজ্য সরকারের উদ্যোগে শুধুমাত্র পরিকাঠামো নির্মাণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়তা করছে এমনটা নয়। মুখ্যসচিব জানান, রাজ্য সরকার সড়কপথ থেকে উড়ান প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় শিল্পের প্রসারের জন্য আকাশপথে বিমান পরিষেবাকে উন্নতিকরণের উদ্যোগ নিয়েছে। শিল্প প্রসারের লক্ষ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থাকে উন্নতিকরণে এ রাজ্য সরকারের তরফে হাইওয়ে করিডর হিসেবে প্রথমে পানাগড় থেকে কোচবিহার পর্যন্ত চিহ্নিত করে উন্নয়নকাজ হাত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

Latest article