৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন চন্দ্রবাবু নাইডুর

Must read

চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। গত সেপ্টেম্বর মাসে ‘স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি’ মামলায় গ্রেপ্তার হন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু। তার পর আদালতে গেলেও টিডিপি প্রধানের জামিনের আবেদন খারিজ করে দেয় অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট। এবার তাঁকে স্বস্তি দিয়ে চার সপ্তাহের জামিন মঞ্জুর করা হয়েছে।

গ্রেফতারির পর থেকে রাজামহেন্দ্রভরমের জেলে রাখা হয়েছে চন্দ্রবাবুকে (Chandrababu Naidu)। এর আগে তিনি জেলে নিরাপত্তা চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। জেলে জেড প্লাসের সমান নিরাপত্তা দাবি করেছিলেন তিনি। সেই নিরাপত্তা তাঁকে দেওয়া হয় জেলের মধ্যেও। জেলে মশার উপদ্রব নিয়েও নিয়েও অভিযোগ ছিল চন্দ্রবাবুর। যদিও জেল কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি ছিল, তাঁর সেলে একটি বিছানা, একটি মশারি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। এসব কিছুর মাঝেই এবার স্বাস্থ্যের কারণে তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করল আদালত।

আরও পড়ুন- গাজায় লড়াই চলবে, হুঙ্কার ইজরেয়ালের প্রধানমন্ত্রীর, হামাসকে নাৎসি বলে তোপ রাষ্ট্রসংঘে

উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি মামলায় ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিআইডি। তাৎপর্যপূর্ণ ভাবে, সেখানে নাম ছিল না চন্দ্রবাবুর। পুলিশের দাবি, তদন্তের অগ্রগতির সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম উঠে আসে। তাই তাঁকে গ্রেফতার করা হয়। সিআরপিসি-র ৫০-এর এক এবং দুই ধারায় অভিযোগ আনা হয় নায়ডুর বিরুদ্ধে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ১৩টি ধারাতেও অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে আছে ১২০-র আট, ১৬৬, ১৬৭, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১, ৪০৯, ২০১ ১০৯, ৩৪ এবং ৩৭ নম্বর ধারা।

Latest article