গাজায় লড়াই চলবে, হুঙ্কার ইজরেয়ালের প্রধানমন্ত্রীর, হামাসকে নাৎসি বলে তোপ রাষ্ট্রসংঘে

Must read

এ হল বেঁচে থাকার লড়াই। প্রায় একমাস ধরে যুদ্ধ (Gaza War) চলছে ইজরায়েল-হামাসের মধ্যে। নিহত হয়েছে হাজার হাজার মানুষ। এরই মাঝে হামাস জঙ্গিদের উৎখাত করার বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গতকাল সোমবার তেল আভিভে সুর চড়িয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন,”গাজায় (Gaza War) যুদ্ধবিরতি হবে না। লড়াই থামানো যাবে না। লড়াই থামানো মানেই হামাসের কাছে আত্মসমর্পণ। এই যুদ্ধে জয় হস্তগত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।” পাশাপাশি এদিন রাষ্ট্রসংঘে হামাসকে আধুনিক যুগের নাৎসি বলে আক্রমণ শানিয়েছে ইজরায়েল। রাষ্ট্রসংঘে আরও বলা হয়েছে, হামাস এখন গাজার শাসক। বহু প্যালেস্টানীয়দের হত্যা করেছে হামাস। ইহুদিদের হত্যা করাই তাদের একমাত্র উদ্দেশ্য।

আরও পড়ুন-পণবন্দি জার্মান তরুণী হামাসের হাতে প্রাণ দিলেন

অন্যদিকে গাজায় হামাস-ইজরায়েলের যুদ্ধ ক্রমশ তীব্রতর হচ্ছে। চলছে বোমাবর্ষণ, সেখানে ঢুকে পড়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের ট্যাঙ্ক বাহিনী। গাজার সঙ্গে রাফা সীমান্ত চৌকি খুলে দিয়েছে মিশর। তবে অভিযোগ,  গাজায় ত্রাণ পৌঁছতে পারছে না।

 

Latest article