বাংলায় রেশন বিলির ঢালাও প্রশংসা কেন্দ্রের

Must read

রাজ্যে তৃণমূল সরকারের প্রশংসা কেন্দ্রীয় সরকারের। দিল্লি থেকে পাঠানো এক চিঠিতে খাদ্য দফতরের কাজের প্রশংসা করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মাস দুয়েক আগে কেন্দ্র ওই চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। রেশন নিয়ে ‘দুর্নীতি’র অভিযোগ তুলে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের দিকে যতই আঙুল তুলুক না কেন, হাতেহাতে রেশন সামগ্রী বিলির (Food distribution system) বদলে গোটা প্রক্রিয়াকে যেভাবে রাজ‌্য ডিজিটাইজ করেছে তাতে বাংলার নিরলস পরিশ্রমের ছবি উঠে এসেছে।

আরও পড়ুন- আজ থেকে শহিদ মিনার ময়দানে শুরু হচ্ছে বাজি-বাজার

রাজ্যের খাদ্য দফতর যেভাবে কাজ করেছে তা রীতিমতো প্রশংসার যোগ্য বলে খোদ কেন্দ্রীয় সরকারের তরফেই অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে। গত ৩১ অগাস্ট ওই চিঠিটি পাঠানো হয়েছিল। তাতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে বাংলায় কোথাও ম্যানুয়াল রেশন সামগ্রী ডিস্ট্রিবিউশন হয়নি। আসলে অটোমেটেড ডিস্ট্রিবিউশনের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে কেন্দ্র (Food distribution system)। কোথাও কোনও ম্যানুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি না, তা অন্নবিতরণ পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলকও করা হয়েছে মে মাস থেকে। ক্রমাগত চলছে নজরদারি। আর সবদিক খতিয়ে দেখার পর এই চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গকে। বাংলার খাদ্য দফতরের গণবণ্টন ব্যবস্থার এই সাফল্যের প্রশংসা করেছে কেন্দ্র। খাদ্যমন্ত্রী বলছেন, সমস্ত রেশন কার্ডের KYC করানো আছে। যাতে সঠিকভাবে জিনিস ওজনে কোনও সমস্যা না হয় সে কারণে প্রায় ১৬ হাজার দোকানে ই-ওয়েং স্কেলের ব্যবস্থা করা হয়েছে। বায়োমেট্রিকে সমস্যা নজরে এলে, আইডি স্ক্যানারের ব্যবস্থাও করা হয়েছে। আর রাজ্যের এইসব কাজেই খুশি কেন্দ্র সরকার।

Latest article