ক্ষুব্ধ আমেরিকা, রাষ্ট্রসঙ্ঘ বলল বৈষম্যমূলক ও মানবতা-বিরোধী সিএএ আইন

দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তানি ও বাংলাদেশিদের জন্য ভারতের দরজা খুলে দিয়ে দেশের ভৌগোলিক চিত্রটাই বদলে দেওয়ার নোংরা চেষ্টা।

Must read

প্রতিবেদন : শুধু দেশ জুড়ে প্রতিবাদ নয়, দেশের বাইরে থেকেও এবার কড়া প্রতিবাদ সিএএ নিয়ে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ক্ষুব্ধ এই আইনে অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘ সিএএ-কে সরাসরি বৈষম্যমূলক ও আন্তর্জাতিক মানবতা-বিরোধী বলে ব্যাখ্যা করল। বলল, মুসলিম ধর্মাবলম্বীদের বাইরে রেখে এই বৈষম্যের পদক্ষেপ মুখ থুবড়ে পড়তে বাধ্য।

আরও পড়ুন-বেঙ্গালুরু বিস্ফোরণের মূল অভিযুক্ত আটক

মার্কিন স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র বুধবার বলেন, আমরা সিএএ নিয়ে উদ্বিগ্ন। কীভাবে এটির বাস্তবায়ন হবে, তা আমরা পর্যবেক্ষণ করছি। ধর্মীয় স্বাধীনতা ও সব সম্প্রদায়ের সঙ্গে সমান আচরণ গোটা বিশ্বের মৌলিক ও গণতান্ত্রিক নীতি। এই আইন সেই নীতি থেকেই বিচ্যুত হচ্ছে। যা আমেরিকা মোটেই ভাল চোখে দেখছে না।

আরও পড়ুন-দিনের কবিতা

রাষ্ট্রসঙ্ঘ আমেরিকার মতোই কড়া ভাষায় বিজেপি সরকারের পদক্ষেপে ক্ষুব্ধ। প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা যাদের সাংবিধানিক কাঠামোর মূল মন্ত্র, তারা এই আইন করে কী করে? ২০১৯ সালে আইনটি পাশ হওয়ার পরেই আমরা এই অসাম্যের প্রতিবাদ জানিয়েছিলাম। এখনও বলছি, এই আইন পরিহার করা উচিত। পাশাপাশি দেশ জুড়ে প্রতিবাদের মাত্রা ক্রমেই বাড়ছে। বাংলা-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। দক্ষিণে আজ প্রতিবাদে মুখর কর্নাটক। দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তানি ও বাংলাদেশিদের জন্য ভারতের দরজা খুলে দিয়ে দেশের ভৌগোলিক চিত্রটাই বদলে দেওয়ার নোংরা চেষ্টা।

Latest article