বিজেপি প্রার্থীকে উন্নয়নের চ্যালেঞ্জ ছুঁড়ে প্রচার বিপ্লবের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে একের পর এক উন্নয়ন করেছেন জেলা জুড়ে। যেকোনও সমস্যায় হাজির হয়েছেন মানুষের পাশে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে একের পর এক উন্নয়ন করেছেন জেলা জুড়ে। যেকোনও সমস্যায় হাজির হয়েছেন মানুষের পাশে। বুধবার স্টেশনে নামতেই তাই বালুরঘাটের প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রকে পুষ্পবৃষ্টির মাধ্যমে বরণ করে নিলেন বাসিন্দারা। হুডখোলা গাড়িতে ওঠার সময়ই বিজেপির প্রার্থী দলের ট্রেনি সভাপতিকে বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

আরও পড়ুন-দিনের কবিতা

বিপ্লব মিত্র বলেন, বালুরঘাটের মানুষ সাক্ষী বিজেপির সাংসদ এবারের প্রার্থী ৫ বছরে কী কাজ করেছেন আর আমি আড়াই বছরে কী কাজ করেছি। হিসাব আছে জনগণের খাতায়। ভোটবাক্সে তারই প্রভাব পড়বে। এরপর সকলের উদ্দেশে শুভেচ্ছা বিনিময় করে প্রচার শুরু করেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর বুধবার ট্রেনে চেপে দক্ষিণ দিনাজপুর জেলায় ফেরেন বিপ্লব মিত্র। এদিন বিপ্লব মিত্র-কে বরণ করতে হাজারে হাজারে তৃণমূল কর্মী-সমর্থকরা গঙ্গারামপুর স্টেশনে জড়ো হন এবং বাড়ির পথে বিপ্লব মিত্র-কে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-ক্ষুব্ধ আমেরিকা, রাষ্ট্রসঙ্ঘ বলল বৈষম্যমূলক ও মানবতা-বিরোধী সিএএ আইন

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব মিত্র বলেন, হাজার হাজার কর্মী ও সাধারণ মানুষ স্টেশনে উপস্থিত ছিলেন। এর দ্বারা প্রমাণ হয় মানুষ চাইছেন এই লোকসভা কেন্দ্রে যেন আমি প্রতিদ্বন্দ্বিতা করি এবং এখান থেকে একজন মানুষ লোকসভায় যেতে পারেন যিনি জেলার মানুষের কথা লোকসভায় বলবেন। জেলার মানুষের বঞ্চনা নিয়ে পার্লামেন্টে সোচ্চার হবেন।

Latest article