জিটিএ-র সিইও হিসাবে শপথ নিলেন অনিত

এদিকে ডেপুটি এক্সিকিউটিভ অফিসার নির্বাচনের মধ্য দিয়ে সঞ্চবির সুব্বা নির্বাচিত হন। এরপরই দায়িত্ব বুঝিয়ে দিয়ে চেয়ারম্যান সভা শেষ করেন

Must read

সংবাদদাতা, দার্জিলিং: জিটিএ নির্বাচনে জয়ী প্রার্থীরা মঙ্গলবার শপথ নিয়েছেন। এ বার নিয়ম মেনে বৃহস্পতিবার রাজ্যপালের উপস্থিতিতে শপথ নিলেন জিটিএ বোর্ড সদস্যরা। জিটিএ-র চিফ এগজিকিউটিভ হিসাবে শপথ নিলেন অনিত থাপা। রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে শপথবাক্য পাঠ করান। চেয়াম্যান অঞ্জুল চৌহানকে সভাকক্ষের অভ্যন্তরীণ ভোট প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করা হয়। একইভাবে নির্বাচিত হন ডেপুটি চেয়ারম্যান হিসেবে রাজেশ চৌহান। সকাল সাড়ে দশটায় অনিতের শপথবাক্য পাঠ হয়। তবে তার আগে দার্জিলিংয়ের জেলা শাসক এস পুন্নাবালামের উপস্থিতিতে জিটিএর প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে ৪৪ জন জিটিএ সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-শিলিগুড়ি মহকুমা পরিষদ সভাধিপতি হচ্ছেন অরুণ

শপথ গ্রহণের অনুষ্ঠানের পরই দার্জিলিং জেলাশাসকের উপস্থিতিতে প্রথম জিটিএ সভা অনুষ্ঠিত হয়। কক্ষের দায়িত্ব নিয়ে জেলাশাসক প্রথম সভায় জিটিএর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কক্ষের অভ্যন্তরীণ ভোট প্রক্রিয়ায় মাধ্যমে নির্বাচিত হন অনিত থাপা। এরপরই ডেপুটি এক্সটিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। জেলাশাসক এস পুন্নম বল্লাম বলেন, ‘শপথ গ্রহণের পরই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম সভা কক্ষ আয়োজিত হয়। চিফ এক্সিকিউটিভ অফিসার অনিত থাপাকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এরপরই রাজ্যপালের সম্মুখে শপথ গ্রহণ করেন অনিত। এদিকে ডেপুটি এক্সিকিউটিভ অফিসার নির্বাচনের মধ্য দিয়ে সঞ্চবির সুব্বা নির্বাচিত হন। এরপরই দায়িত্ব বুঝিয়ে দিয়ে চেয়ারম্যান সভা শেষ করেন।

Latest article