সবুজ রক্ষার সংকল্প নিয়ে বনমহোৎসবের সূচনা

শুধুমাত্র বালুরঘাটের খিদিরপুর নয়, জেলা জুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে বলেও বালুরঘাট বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Must read

ব্যুরো রিপোর্ট : ‘অরণ্যের সবুজোদয়, সৃষ্টি ভোরের সূর্যোদয়’ এই স্লোগানকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হল এবছরের বনমহোৎসব। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিকবড়াইক। প্রজাপতি উড়িয়ে প্রকৃতি বাঁচানোর বার্তা দেন তিনি। এই উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বন দফতরের তরফে।

আরও পড়ুন-জিটিএ-র সিইও হিসাবে শপথ নিলেন অনিত

উদ্যান ও কানুন বিভাগ (উত্তরবঙ্গ) ডিভিশন এবং কোচবিহার ডিভিশনের উদ্যোগে বনমহোৎসবের সূচনা হলো। বৃহস্পতিবার এন এন পার্কে এই বনমহোৎসবের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান জেলা পুলিশ সুপার সুমিত কুমার, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উদ্যান ও কানন বিভাগের উত্তরবঙ্গ ডিভিশনের ডিএফও অঞ্জন গুহ। এই বনমহোৎসব উপলক্ষে এন এন পার্কের অনুষ্ঠানের মধ্য দিয়ে রেঞ্জ অফিসাররা যাঁরা ভাল কাজ করেছেন তাঁদের পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি এদিন হেরিটেজের কিছু অংশ নিয়ে একটি মিউজিয়াম, কয়েকটি সেল্ফি পয়েন্টস ও মিউজিকাল ফাউন্টেন্ট সুন্দরভাবে সাজিয়ে নতুন করে উদ্বোধন করা হয়।

আরও পড়ুন-শিলিগুড়ি মহকুমা পরিষদ সভাধিপতি হচ্ছেন অরুণ

এই বনমহোৎসবের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী প্রায় ১০ হাজার গাছের চারা লাগানো হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। বালুরঘাটের খিদিরপুর বটতলা এলাকায় বৃক্ষ রোপণের মধ্য দিয়ে বনমহোৎসব সূচনা হয়। সূচনা করেন বনদফতরের বালুরঘাটের রেঞ্জার সমীর শিকদার। ছিলেন বনদফতরের অন্যান্য আধিকারিক ও পরিবেশপ্রামীরা। শুধুমাত্র বালুরঘাটের খিদিরপুর নয়, জেলা জুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে বলেও বালুরঘাট বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Latest article