টলিউডে শোকের ছায়া, প্রয়াত অঞ্জনা ভৌমিক

Must read

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক (Anjana Bhowmik)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে। শনিবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে সকাল ১০.৩০টা নাগাদ তিনি প্রয়াত হন। শোকের ছায়া অভিনয় জগতে।

উত্তম কুমারের সঙ্গে অঞ্জনা ভৌমিকের (Anjana Bhowmik) অনস্ক্রিন রসায়ন বাঙালি দর্শকের খুব পছন্দের ছিল। সিনেমা থেকে তিনি অনেকদিন দূরে সরে থাকলেও জামাই যিশু সেনগুপ্তর সঙ্গে মাঝেমধ্যেই ইন্ডাস্ট্রি নিয়ে আড্ডা দিতেন। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন নীলাঞ্জনা ও চন্দনা। সেনগুপ্ত পরিবারের পাশাপাশি অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায় সহ ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেতারা অঞ্জনা ভৌমিককে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন বলে খবর।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে শুরু হল ২৩তম নাট্যমেলা

কোচবিহারে মেয়ে অঞ্জনা ভৌমিকের আসল নাম আরতি। কুড়ি বছর বয়সে প্রথম বাংলা সিনেমায় অভিনয় করেন। তখনই নাম বদল। উত্তম কুমারের সঙ্গে তার জুটি যেন একটা আলাদা রসায়ন তৈরি করতো পর্দায়। মহানায়কের সঙ্গে যেমন ‘থানা থেকে আসছি’, ‘ চৌরঙ্গী’, ‘শুক সারী’, ‘কখনো মেঘ’, ‘নায়িকার সংবাদ’ এর মতো সিনেমা করেছেন, তেমনই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহাশ্বেতা’ ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শক ও সমালোচকদের। নেভি অফিসার অনিল শর্মাকে বিয়ে করার পর থেকে রুপোলি পর্দার সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন অঞ্জনা। আশির দশকের পর আর সেভাবে তাঁকে বড় পর্দায় দেখা যায়নি।

Latest article