ডায়মন্ড হারবারে শুরু হল ২৩তম নাট্যমেলা

মঞ্চস্থ হবে আটটি নাটক৷ উদ্বোধনের দিন জোড়াসাঁকো প্যাঁচার দল ‘কাহানি মেঁ ট্যুইস্ট’ নাটকটি মঞ্চস্থ করে৷ প্রেক্ষাগৃহ ছিল জমজমাট৷

Must read

প্রতিবেদন : কলকাতা–সহ বাংলার বিভিন্ন জেলায় ত্রয়োবিংশ নাট্যমেলা আয়োজন করে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি৷ জেলা পর্যায়ে মোট ১০ জায়গার মধ্যে ৯ জায়গায় শেষ হয়ে গিয়েছে৷ বাকি ছিল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার৷ শুক্রবার শেষ পর্যায়ের নাট্যমেলা শুরু হল ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে৷ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় নাট্যমেলা চলবে ২০ তারিখ পর্যন্ত৷ মঞ্চস্থ হবে আটটি নাটক৷ উদ্বোধনের দিন জোড়াসাঁকো প্যাঁচার দল ‘কাহানি মেঁ ট্যুইস্ট’ নাটকটি মঞ্চস্থ করে৷ প্রেক্ষাগৃহ ছিল জমজমাট৷

আরও পড়ুন-বেসরকারি হাসপাতালে ঋণের কারবার কড়া ব্যবস্থা স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের

এদিন নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ মণ্ডল, সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, সহ–সভাধিপতি শ্রীমন্ত মালি, পুরসভার চেয়ারম্যান প্রণব দাস, মহকুমা শাসক অঞ্জন ঘোষ, নাট্য আকাদেমির সচিব দেবকুমার হাজরা, ডিআইসিও অনন্যা মজুমদার প্রমুখ৷

Latest article