সংবাদদাতা, কাঁথি : উনিশে ডিসেম্বর দিনটিকে ‘গদ্দার দিবস’ হিসেবে পালন করল যুব তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা। এক বছর আগে ঠিক এই দিনেই বিধানসভা ভোটের আগে মেদিনীপুরের মাঠে অমিত শাহের সভায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুন-বিজেপি টাকা দিয়ে প্রার্থী কিনেছে
বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস সরকার মানুষের বিশাল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসে। তাই আপদবিদায়ের বর্ষপূর্তিতে রবিবার যুব তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিরোধী দলনেতার পাড়ায় ভবতারিণী কালীমন্দিরে পুজো দেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। তারপর তাঁর নেতৃত্বে পথচলতি মানুষ ও দোকানদারদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সুপ্রকাশ জানান, ‘‘মিরজাফর তথা আপদ চলে যাওয়ায় দলের আরও শ্রীবৃদ্ধি ঘটেছে।
আরও পড়ুন-পৌষমেলার প্রস্তুতি জোরকদমে
তাই আজকের দিনটিকে ‘গদ্দার দিবস’ হিসেবে পালন করলাম। সেই সঙ্গে মন্দিরে প্রার্থনা করলাম, এই আপদ যেন বাংলা থেকে বিদায় নেয়। মিরজাফর এক বছর আগে তৃণমূল কংগ্রেস করতেন বলে, ভগবানের কাছে নাক-কান মুলে ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করলাম।’’ বিরোধী দলনেতার বাড়ির কাছে সোমবার ‘উচ্ছ্বাস দিবস’ পালনে সমাবেশ ও আতশবাজি প্রদর্শনী করবে জেলা যুব তৃণমূল কংগ্রেস। সেই অনুষ্ঠানস্থলের প্রস্তুতি দেখেন সুপ্রকাশ।