নবরূপে পেতে চলেছে হাওড়ার সব পার্ক

সেই তালিকা দেখেই কর্মীদের নাম চূড়ান্ত করা হবে কারা কোথায় অতিরিক্ত রয়েছেন। তারপরই তাঁদের অন্য কাজে লাগানো হবে।

Must read

সংবাদদাতা, হাওড়া : শহরের পার্কের হাল ফেরাতে এবার উদ্যোগী হচ্ছে হাওড়া পুরনিগম। উদ্যান বিভাগের আধিকারিকদের সঙ্গে এই ব্যাপারে একটি বৈঠক করেন হাওড়া পুরনিগমের প্রশাসক পর্ষদের চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। বৈঠকে শহরের পার্কগুলির হাল ফেরানোর পাশাপাশি সেখানকার কর্মীদের বিষয় নিয়েও আলোচনা হয়। দেখা গেছে, শহরের পুরসভার অধীনে থাকা অনেক পার্কেই প্রয়োজনের অতিরিক্ত কর্মী বা অ্যাটেনডেন্ট রয়েছে।

আরও পড়ুন-গঙ্গাসাগর সাফাইয়ে মন্ত্রী বঙ্কিম

এরপরই পরনিগমের পক্ষ থেকে ঠিক করা হয় যেখানে অতিরিক্ত কর্মী রয়েছেন সেখান থেকে সরিয়ে অন্য কাজে লাগানো হবে। তাদের কর আদায়, সার্ভে, বেআইনি হোর্ডিং খোলা প্রভৃতি কাজে লাগানো হবে। এই ব্যাপারে উদ্যান বিভাগের কাছে এই সমস্ত কর্মীর নামের তালিকা চেয়ে পাঠিয়েছে হাওড়া পুরনিগমের প্রশাসক বোর্ড। সেই তালিকা দেখেই কর্মীদের নাম চূড়ান্ত করা হবে কারা কোথায় অতিরিক্ত রয়েছেন। তারপরই তাঁদের অন্য কাজে লাগানো হবে।

আরও পড়ুন-বিজেপি টাকা দিয়ে প্রার্থী কিনেছে

এ ছাড়াও অনেকেই নিয়মিত পার্কের দেখভাল করতে আসেন না বলেও পুরনিগমের আধিকারিকরা জানতে পেরেছেন। সেই কারণেই এখন থেকে শহরের বিভিন্ন পার্কে সারপ্রাইজ ভিজিট শুরু করছে হাওড়া পুরনিগমের প্রশাসক বোর্ড। পাশাপাশি বিভিন্ন পার্কের হাল ফেরানোর ব্যাপারে শহরবাসীর মতামতও নিতে শুরু করছে হাওড়া কর্পোরেশন।

পুরবাসীর পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায় হাওড়া পুরনিগমের প্রশাসক বোর্ড। হাওড়া পুরনিগমের প্রশাসক পর্ষদের চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘শহরের পার্কগুলির হাল ফেরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে শহরের পার্কগুলির অবস্থা অনেকটাই ভাল হবে বলে আশা করছি।’

Latest article