রোগীকল্যাণ সমিতির নতুন চেয়ারম্যানদের নাম ঘোষণা

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হল।

Must read

প্রতিবেদন : রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হল। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এদিন এই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় কলকাতার হাসপাতালগুলির পাশাপাশি জেলার হাসপাতালগুলির রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানদের নামও রয়েছে।

আরও পড়ুন-ইডেনে কালোবাজারি গ্রেফতার ১২

এক বিজ্ঞপ্তি জারি করে চেয়ারম্যানদের নামের তালিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। তালিকা অনুযায়ী কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে ফের নিয়োগ করা হয়েছে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজিকে। আগেও তিনি ওই পদে ছিলেন। কিন্তু বিধানসভা ভোটের আগে নিয়ম মেনে তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন-হতাশা পরিহার করে এগিয়ে যেতে হবে : ব্রাত্য বসু

তারপর থেকে এতদিন চেয়ারম্যানের পদটি খালি ছিল। এসএসকেএম হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকেই রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদে রাখা হয়েছে। বেলেঘাটার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগীকল্যাণ সমিতির দায়িত্ব পেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বি সি রায় ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক পোস্ট গ্রাজুয়েট সায়েন্সের দায়িত্বে এলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

আরও পড়ুন-সাগরদিঘিতে ২০০ কোটির জলস্বপ্ন

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন সাংসদ শান্তনু সেন। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে সমিতির দায়িত্ব পেলেন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা। সুব্রত বক্সি হয়েছেন চিত্তরঞ্জন সেবা সদনের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। সাগর দত্ত মেডিক্যালের দায়িত্বে রয়েছেন বরানগরের বিধায়ক তাপস রায়।

আরও পড়ুন-বাবা নেই, কন্যাদান করলেন তৃণমূল নেতা

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে নতুন করে দায়িত্ব বণ্টনের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article