প্রতিবেদন : রাজ্য সরকার চলতি আর্থিক বছরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় ২৩ হাজার পড়ুয়াকে উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য রাজ্যের প্রতিটি ব্যাঙ্ক শাখায় বিশেষ প্রচারাভিযান চালানো হবে। আগামী ২ থেকে ১০ নভেম্বর এই প্রচারাভিযান চলবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ১৮ লক্ষ ৫৮ হাজারের বেশি ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন-পড়ুয়াদের হাতেকলমে রাসায়নিক বিক্রিয়া বোঝাবে যন্ত্র, কালনার শিক্ষকের আবিষ্কার পেল পেটেন্ট
যার মধ্যে এপর্যন্ত ঋণ পেয়েছেন ৩৫ হাজার ৫৮৯ জন, যা মোট আবেদনের ৬১ শতাংশ। ঋণ হিসাবে দেওয়া হয়েছে ৪৯৪ কোটি টাকার বেশি। এ পর্যন্ত ১৯টি ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। বাকি ঋণের আবেদন যাতে দ্রুত মঞ্জুর হয়, সে ব্যাপারে রাজ্য সরকারের তরফে ব্যাঙ্কগুলির কাছে আবেদন করা হয়েছে। রাজ্য সরকারের আবেদন মেনে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ আগামী ১০ নভেম্বরের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ২০ হাজার আবেদন অনুমোদন করার কথা জানিয়েছে। এই সময়ের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ৬০ হাজার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ২০ হাজার আবেদন মঞ্জুর করা হবে বলে মুখ্যসচিবকে আশ্বাস দিয়েছে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি।