আরও ৩০-৪০ রান করা উচিত ছিল : পূজারা

Must read

কেপটাউন, ১২ জানুয়ারি : প্রথম ইনিংসে আরও অন্তত ৩০ থেকে ৪০ রান যোগ করা উচিত ছিল। এমনটাই মনে করেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। এই প্রসঙ্গে তাঁর বক্তব্যে, ‘‘এই পিচে ২৭৫ রান ভাল স্কোর। কিন্তু আমরা ৩০-৪০ রান কম করেছি।” পূজারা আরও বলেন, ‘‘এই উইকেটে বোলাররা বাড়তি সাহায্য পাচ্ছে। তবে এটাও ঠিক যে, কোনও ব্যাটসম্যান যদি ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে পারে, তাহলে রান পাবেই। আমার মতে, এই পিচ টেস্টের জন্য আদর্শ।”

আরও পড়ুন: ফের আইএসএল শীর্ষে কেরল

পূজারা (Cheteshwar Pujara) আরও বলেন, ‘‘ব্যক্তিগত ভাবে মনে করি, দ্বিতীয় ইনিংসে নিজেদের ভুল শুধরে নেওয়ার সুযোগ আমরা পাব। কারণ, ওই সময় এই উইকেট ব্যাটিংয়ে জন্য আদর্শ থাকবে।” পূজারার মতো টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও মনে করছেন, প্রথম ইনিংসে স্কোরবোর্ডে আরও বেশ কিছু রান যোগ করা উচিত ছিল। তিনি বলেন, ‘‘এই পিচে ব্যাট করা কঠিন হলেও অসম্ভব নয়। আমাদের আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল।” রাঠোরের বাড়তি সংযোজন, ‘‘আমাদের বেশ কয়েকজন ব্যাটসম্যান নিজেদের উইকেট বিপক্ষকে উপহার দিয়েছে। এই ভুলের পুনরাবৃত্তি দ্বিতীয় ইনিংসে করা চলবে না।”

Latest article