বিজেপি ছাড়ার পর পুরনো মামলায় পরোয়ানা জারি!

প্রাক্তন মন্ত্রীকে শায়েস্তা করতে সক্রিয় যোগী সরকার

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : উত্তরপ্রদেশের (Uttarpradesh) নির্বাচনী রাজনীতি রোমাঞ্চকর হয়ে উঠছে। বিজেপির ঘরের কোন্দল এখন মাত্রাছাড়া। মঙ্গলবার বিজেপি এবং রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন উত্তরপ্রদেশের মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য (Swami Prasad Maurya)। যোগ দেন সমাজবাদী পার্টিতে। আর তার ২৪ ঘন্টার মধ্যেই পদত্যাগী মন্ত্রীকে শায়েস্তা করতে অতিসক্রিয় যোগী আদিত্যনাথের প্রশাসন। বিজেপি ছাড়ার ঘোষণা করতেই বিক্ষুব্ধ স্বামীপ্রসাদ মৌর্যের (Swami Prasad Maurya) বিরুদ্ধে সাত বছরের পুরানো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতির লির্লজ্জ দৃষ্টান্ত বলছে রাজনৈতিক মহল। তাঁদের প্রশ্ন, বিজেপি নেতা আর মন্ত্রীপদে থাকার সময় তাহলে মামলাগুলো চাপা থাকে কোন জাদুবলে? দল ছাড়তেই বিদ্রোহী নেতাকে গ্রেফতারের ভয় দেখিয়ে সবক শেখানোর চেষ্টা?

এদিকে প্রাক্তন মন্ত্রী মৌর্য সহ পাঁচ বিজেপি বিধায়কের দল ছাড়ার ঘোষণার পর ফের ধাক্কা খেল যোগী সরকার। মৌর্যের পদত্যাগের ২৪ ঘন্টার মধ্যেই রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আর এক দলিত নেতা দারা সিং চৌহান।মৌর্যের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। বহু বছরের পুরনো মামলা এতদিন হিমঘরে পড়েছিল। বিজেপির বিরুদ্ধে অনুন্নয়ন ও বিভাজনের বিস্ফোরক অভিযোগ তুলে দল ছাড়ার পরই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গিয়েছে, স্বামীপ্রসাদ মৌর্যের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে সুলতানপুরের এমপি-এমএলএ আদালত।সাতবছর আগে বিএসপিতে থাকার সময় হিন্দু দেবদেবীদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন মৌর্য । এই বক্তব্যের জন্য মৌর্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং এই মামলাটি গত সাত বছর ধরে চলছে। মৌর্য যখন বিজেপি ছাড়লেন তখন সেই মামলা নিয়ে হঠাৎ করে অতিসক্রিয়তা দেখাচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ধর্মসংসদে প্ররোচনা নোটিস সুপ্রিম কোর্টের

এদিকে স্বামীপ্রসাদ মৌর্যের পর যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন দলিত নেতা ও মন্ত্রী দারা সিং চৌহান। তিনি মধুবন বিধানসভা আসনের বিধায়ক। রাজ্যপালকে চিঠি পাঠিয়ে চৌহান অভিযোগ করেছেন, যোগী আদিত্যনাথ সরকার দলিত, পিছিয়ে পড়া এবং যুবকদের উপেক্ষা করে। অগ্রসর, বঞ্চিত, দলিত, কৃষক, বেকারদের পাশাপাশি অনগ্রসর ও নিম্নবিত্তদের সংরক্ষণের বিষয়ে সরকারের মনোভাব চরম অবহেলামূলক। তাই তিনি আর যোগী মন্ত্রিসভায় থাকতে চান না।

Latest article