করোনার আরও একটা ঢেউ আসতে পারে, আশঙ্কা হু-র প্রধান বিজ্ঞানীর

স্বামীনাথনের আশঙ্কা, সংক্রমণ কমতে দুনিয়াজুড়ে মাস্কের ব্যবহার অনেকটাই কমেছে। শারীরিক দূরত্ববিধি মেনে চলার বিষয়টি শিকেয় উঠেছে।

Must read

প্রতিবেদন : খুব শীঘ্রই গোটা দুনিয়াজুড়ে করোনার নতুন এক ভ্যারিয়েন্ট আছড়ে পড়তে পারে। তবে এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ কতটা তীব্র হবে, মৃত্যুর হারই বা কেমন হতে পারে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। এদিন হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন এই মন্তব্য করেছেন।
শুক্রবার সৌম্যা বলেন, ফের করোনার নতুন এক প্রজাতির খোঁজ মিলেছে। এই নতুন ভ্যারিয়েন্টের জন্য আবারও বিশ্বজুড়ে সংক্রমণের ঢেউ আছড়ে পড়তে পারে। করোনা ভাইরাসের শেষতম প্রজাতি ওমিক্রন মারাত্মক সংক্রমণ ছড়িয়েছিল। এবার সেই ওমিক্রনেরই আর এক নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। এই নতুন ভ্যারিয়েন্টের নাম এক্সবিবি। সম্পূর্ণ অজানা চরিত্রের এই ভ্যারিয়েন্ট নিয়েই আমরা অশনিসঙ্কেত দেখছি।

আরও পড়ুন-৪৫ দিনে ইস্তফা দিলেও বার্ষিক এক কোটিরও বেশি ভাতা পাবেন লিজ

হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, এখনও পর্যন্ত ওমিক্রনের ৩০০টিরও বেশি উপপ্রজাতির খোঁজ মিলেছে। এর মধ্যে সদ্য সামনে আসা এক্সবিবি-কে নিয়ে উদ্বেগ বাড়ছে। মনে করা হচ্ছে, এই ভ্যারিয়েন্টকে কাবু করতে পারবে না বর্তমান ভ্যাকসিনগুলি। তাই সহজেই অতি দ্রুত বাড়বে সংক্রমণ। স্বাভাবিকভাবেই করোনার আরও একটা ঢেউ আসতে পারে।
স্বামীনাথনের আশঙ্কা, সংক্রমণ কমতে দুনিয়াজুড়ে মাস্কের ব্যবহার অনেকটাই কমেছে। শারীরিক দূরত্ববিধি মেনে চলার বিষয়টি শিকেয় উঠেছে। প্রায় সব দেশেই আলগা হয়েছে নজরদারি। এই পরিস্থিতিতে এই নতুন ভ্যারিয়েন্ট সহজেই জাঁকিয়ে বসতে পারে। কোভিড নির্মূল হয়ে গিয়েছে, একথা এখনই বলা যায় না। তাই সাবধানতা অবলম্বন করাই ভাল।

Latest article