অযোগ্য ইমরান

পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরানকে ৫ বছরের জন্য সরকারি পদে থাকার অযোগ্য বলে ঘোষণা করেছে সেদেশের নির্বাচন কমিশন

Must read

আগামী ৫ বছরের মধ্যে প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, সাংসদও হতে পারবেন না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরানকে ৫ বছরের জন্য সরকারি পদে থাকার অযোগ্য বলে ঘোষণা করেছে সেদেশের নির্বাচন কমিশন। এদিন কমিশনের ওই সিদ্ধান্ত সামনে আসতেই ইসলামাবাদে পাকিস্তানি নির্বাচন কমিশনের বাইরে গুলি চলে।

আরও পড়ুন-করোনার আরও একটা ঢেউ আসতে পারে, আশঙ্কা হু-র প্রধান বিজ্ঞানীর

ইমরানের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য বিশিষ্ট বিদেশি ব্যক্তিদের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হল। জানা গিয়েছে, নিজের সম্পত্তি সংক্রান্ত মিথ্যা তথ্য জমা দিয়েছিলেন ইমরান। পাক ফেডেরাল আইনের ৬৩ (ক) ধারা অনুযায়ী তাঁকে অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Latest article