সংবাদদাতা, বলাগড় : হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকায় এক বিশাল জনসভা করল মহিলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার। কুন্তীঘাটের শেরপুর মাঠে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার ডাকে। সভায় ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক অসীমা পাত্র,জেলা পরিষদের সুবীর মুখোপাধ্যায়, মেয়র রাম চক্রবর্তী, জেলা সভাপতি অরিন্দম গুঁই, মহিলা সভাপতি শিল্পী চট্টোপাধ্যায়, যুব সভাপতি রুনা খাতুন, ছাত্র সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় প্রমুখ। চন্দ্রিমা বলেন, মহিলাদের সভা বিরোধীদের দফারফা।
আরও পড়ুন-অভিষেক গ্রামে গ্রামে, বিরোধীদের গাত্রদাহ
কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে চন্দ্রিমা বলেন, আমার-আপনার টাকা কেটে নেওয়া হচ্ছে কিন্তু রাজ্যকে কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। বাংলাকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। কেন্দ্র বাংলার সব কাজের টাকা আটকে দিচ্ছে। বিরোধিতা করলে তাদের পিছনে এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে। প্রাক্তন রাজ্যপাল সত্যপালের পিছনেও সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে আবদার করছেন, লোকসভা ভোটে ৩৫টি আসন চাই। কিন্তু একটাও পাবে কিনা সেটা সন্দেহ। সামনেই পঞ্চায়েত ভোট তাতে গণতান্ত্রিকভাবে বিজেপিকে উত্তর দিতে হবে।