অভিষেক গ্রামে গ্রামে, বিরোধীদের গাত্রদাহ

নানাভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে দিল্লির সরকার।

Must read

সংবাদদাতা, কাটোয়া : নানাভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে দিল্লির সরকার। লাফিয়ে বাড়ছে জিনিসের দাম। এসবের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সংগঠিত হল মহামিছিল ও জনসভা। কর্মসূচিতে ছিলেন সাংসদ ডাঃ শান্তনু সেন, যুবনেত্রী সায়নী ঘোষ, মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী, তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু প্রমুখ।

আরও পড়ুন-ধৃতের সাতদিনের পুলিশি হেফাজত, চলছে জেরা, আতঙ্ক কাটিয়ে স্কুলে গেল পড়ুয়ারা

সভার নিখুঁত আয়োজনে তৃণমূল ব্লক সভাপতি মেহবুব খান ও বিধায়ক অলোক মাঝির তারিফ করেন বক্তারা। কয়েকদিন আগে এখানেই ফাঁকা মাঠে সভা করে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধারে-ভারে সেই সভাকে গোহারান হারানো এদিনের সভায় বেইমান ও মিরজাফর বলে সম্বোধন করে শুভেন্দুকে তুলোধোনা করেন শান্তনু। পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলকে জয়ী করার আবেদন জানান ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচিকে সফল করার অনুরোধ করেন। অন্য বক্তাদের মূল কথা, অভিষেক গ্রামে গ্রামে ঘুরতে বেরোতেই বিরোধী নেতাদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। কারণ, অভিষেক স্বচ্ছ ভোটের কথা বলছেন। স্বচ্ছ প্রার্থী দেওয়ার কথা বলছেন। বিজেপি পঞ্চায়েতে পরাজয় অবশ্যম্ভাবী জেনে কুৎসা করছে, দাঙ্গা বাধানোর ছক কষছে।

Latest article