যাদবপুর গঠিত হল অ্যান্টি র‍্যাগিং কমিটি

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক সদস্য ই-মেইল আইডি ও ফোন নম্বর দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত হল নয়া অ্যান্টি র‍্যাগিং কমিটি। উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস-সহ মোট ৩৩ জন সদস্য থাকছেন কমিটিতে। চেয়ারম্যান করা হয়েছে উপাচার্যকে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক সদস্য ই-মেইল আইডি ও ফোন নম্বর দেওয়া হয়েছে। র‍্যাগিং ঠেকাতে নজরদারি করতে বিশ্ববিদ্যালয় ও হস্টেলগুলিতে ওই কমিটি সক্রিয় থাকবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন-অষ্টমীতে সিঁদুরখেলা হয় রাজগঞ্জের পালবাড়িতে

পাশাপাশি রাজ্য সরকারের তৈরি নয়া অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর ও অনলাইনে ইউজিসিতে অভিযোগের দায়েরের ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে র‍্যাগিয়ের শিকার হয়ে গত ৯ আগস্ট প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর তোলপাড় রাজ্য। জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে শিক্ষাঙ্গন থেকে র‍্যাগিয়ের মতো ব্যাধিকে চিরতরে দূর করতে সোচ্চার হয়েছে সমাজের বিভিন্ন মহল। বৃহস্পতিবার নতুন করে অ্যান্টি র‍্যাগিং কমিটি গঠিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। নয়া অ্যান্টি র‍্যাগিং কমিটিতে রাখা হয়েছে দু’টি থানার ওসিকে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ছাত্রাবাস যাদবপুর ও বিধাননগরে রয়েছে, তাই এই যাদবপুর এবং বিধাননগর দক্ষিণ থানার ওসি থাকবেন অ্যান্টি র‍্যাগিং কমিটিতে।

Latest article