ভোটকর্মীদের চূড়ান্ত তালিকা ৩০ নভেম্বরেই

ভোটকর্মীদের তালিকা তৈরির সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন।

Must read

প্রতিবেদন : ভোটকর্মীদের তালিকা তৈরির সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। কাজ শেষ করতে হবে ৩১ অক্টোবরের মধ্যেই। বুথভিত্তিক ভোটকর্মীদের চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে ৩০ নভেম্বরের মধ্যেই। রাজ্যের সব জেলার নির্বাচনী আধিকারিকদের ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কাদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হবে, কারা কাজ করবেন পোলিং অফিসার হিসেবে তা সবই স্থির করতে হবে এই সময়সীমার মধ্যেই।

আরও পড়ুন-যাদবপুর গঠিত হল অ্যান্টি র‍্যাগিং কমিটি

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, উচ্চ বেতনকাঠামো হলেই দায়িত্ব দেওয়া হয় প্রিসাইডিং অফিসারের। কিন্তু এত আগে কেন এই তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হল প্রশ্ন উঠেছে তাই নিয়ে। লক্ষণীয়, সেপ্টেম্বরেই একটি পোর্টাল খোলা হয়েছে নির্বাচন কমিশনের দফতরে। লক্ষ্য, ভোটকর্মীদের তথ্য নথীভুক্ত করা। অন্তর্ভুক্ত করতে হবে ভোটকর্মীদের অফিসের তালিকাও। এরমধ্যে থাকছে পুরসভাগুলিও। এরপর সেই তালিকা আপডেটের পালা।

Latest article