যুদ্ধবিরোধী বিক্ষোভ রাশিয়ায়

Must read

প্রতিবেদন : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একতরফাভাবে ইউক্রেনের উপর আক্রমণ চালানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে সমর্থন করছে না খোদ রাশিয়ারই (Russia) বহু মানুষ। রাজধানী মস্কো, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ-সহ দেশের ৫০টিরও বেশি শহরে পুতিনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বহু মানুষ। রাশিয়ার (Russia) আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানও দেন বিক্ষোভকারীরা। ঘটনার জেরে বিভিন্ন শহর থেকে কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন – ইউক্রেন যুদ্ধে সংকটে চা-শিল্প, নামছে শেয়ার

ইউক্রেনের উপর আক্রমণ চালানোর সিদ্ধান্তের বিরোধিতা করে মস্কো-সহ দেশের ৫৪টি শহরে বিক্ষোভ দেখায় আমজনতা। বিক্ষোভকারীদের হাতে ছিল যুদ্ধ বন্ধ করার আর্জি জানানো প্ল্যাকার্ড ও পোস্টার। প্রতিবাদীদের কণ্ঠস্বর দমন করতে প্রায় হাজার দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে মস্কো থেকেই ৯৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, দেশে অনেক সমস্যা রয়েছে। সেসব সমাধান না করে ইউক্রেন আক্রমণ করার কোনও যুক্তি থাকতে পারে না। আসলে পুতিন নিজের ব্যর্থতা ঢাকতেই ইউক্রেনের উপর আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই সংবাদ সংস্থা এএফপি রাশিয়ায় এই বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করেছে।

অন্যদিকে ইউক্রেনের নাগরিকরাও রুশ সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা রুশ সেনাদের প্রতি গো ব্যাক স্লোগান তুলেছেন। জার্মানি, ইতালি, আমেরিকাতেও রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বেরিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনও কারণ ছাড়াই নিজের ক্ষমতা জাহির করতে পুতিন ইউক্রেন আক্রমণ করেছেন।

Latest article